Home জীবনধারাস্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৩০ জন, শীর্ষে ফের কলকাতা

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৩০ জন, শীর্ষে ফের কলকাতা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: মঙ্গলবার রাজ্যের কোভিড পরীক্ষা বাড়তেই সংক্রমের গণ্ডি ১০ হাজার ছাড়াল। সামান্য বাড়ল মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৩০ জন। মৃত্যু হয়েছে ৩৪ জনের।

আরও পড়ুনঃ ‘আমি শোকস্তব্ধ প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের মৃত্যুতে,’ শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ২০৫ জন, মৃত্যু ১০ জনের। রাজ্যে সংক্রমণ-মৃত্যুতে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। উদ্বেগ বাড়িয়ে সংক্রমণে তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৭৬১ জন, মৃত্যু ৭ জনের। একদিনে দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৮৮৫ জন। ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩ জনের।

আরও পড়ুনঃ ‘এর মধ্যে সস্তার রাজনীতি খোঁজা বন্ধ করুন,’ ট্যাবলো বিতর্কে টুইট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রকের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে লেখা চিঠিতে আরও বলা হয়েছে যে, কয়েকটি এলাকাতে পজিটিভিটি রেটের বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে। এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মনে করছে মন্ত্রক।

Topics

Bengal  Covid19 Vaccine Health  Kolkata

Related Articles

Leave a Comment