কলকাতা টুডে ব্যুরো: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ৯ হাজার ৭৩। একধাক্কায় প্রায় ৩ হাজার বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬ জন করোনা রোগীর।
অন্যদিকে সোনারপুর পুর এলাকায় ৪দিন বাজার বন্ধের নির্দেশ। ৬, ৭, ১০, ১১ জানুয়ারি বাজার বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের। মাস্ক ছাড়া বাইরে বেরোলে আইনি পদক্ষেপ, হুঁশিয়ারি প্রশাসনের।
আরও পড়ুন : বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে রাজ্য সরকার, নির্দেশ নবান্নর
করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রামক রূপে রীতিমতো ত্রস্ত গোটা দেশ। এই পরিস্থিতিতে রাজ্যেও হু হু করে বেড়ে যাচ্ছে করোনা। করোনার ভয়াল দ্বিতীয় স্রোতের পর এবার তৃতীয় স্রোত নিয়ে উদ্বেগের চিহ্ন দার্জিলিং থেকে দিঘায়। এরই মাঝে রাজ্যে করোনা চিকিৎসায় নয়া বিধি লাগু করল রাজ্য সরকার।
করোনা চিকিৎসায় জারি হওয়া নয়া স্বাস্থ্যবিধিতে রাজ্যের স্বাস্থ্যভবন একাধিক বিষয়ের উল্লেখ করেছেন। জানানো হয়েছে, স্টেরয়েড, মলনুপিরাভির ট্যাবলেটের সহায়তায় আর করোনা রোগীর চিকিৎসা করা চলবে না। তার জায়গায় জ্বর ও শ্বাসকষ্ট কমাতে ইনহেলার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও মন্টিয়ার এলসি বা মন্টিকক ট্যাবলেট ব্যবহারে জোর দেওয়ার কথা বলা হয়েছে। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি সবব করোনা রোগীর ক্ষেত্রে দেওয়া যাবে না। এবার থেকে স্বাস্থ্যভবনের জারি করা এই নয়া নির্দেশিকা।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata