Home সংবাদ গত ২৪ ঘণ্টায় ১৫ হাজারের বেশি আক্রান্ত কোভিডে

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজারের বেশি আক্রান্ত কোভিডে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: গত ২৪ ঘণ্টায় ১৫ হাজারের বেশি রোগীর শরীরে মিলল করোনা ভাইরাস । স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, ১৫ হাজার ৪২১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৯ জনের। সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরেছেন ৭৩৪৩ জন। যা আক্রান্তের নিরিখে অনেক কম।গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোভিড পজিটিভ ৬৫৬৯ জন। পজিটিভিট রেট দাঁড়াল ২৪.৭১ শতাংশ।

আরও পড়ুনঃ ’পার্টির নিয়মনীতি মেনে চলা উচিত’‌, হিরণময় কে কটাক্ষের সুরে বললেন দিলীপ

কলকাতার  ঠিক পরেই রয়েছে উত্তর ২৪ পরগনার গ্রাফ। এখানে একদিনে ২৫৬০ জন কোভিড পজিটিভ হয়েছেন। জেলাগুলি নিরিখে সংক্রমণের তৃতীয় স্থানে রয়েছে হাওড়া – একদিনে আক্রান্ত ১২৪৮ জন। এছাড়া আর কোনও জেলায় দৈনিক সংক্রমণ হাজারের বেশি নয়। করোনা যুদ্ধে সবচেয়ে এগিয়ে কালিম্পং। এখানে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে নতুন করে করোনার হদিশ পাওয়া গিয়েছে।

আরও পড়ুনঃ ‘জ্বরে ভয় পাবেন না, খাওয়া দাওয়া ভাল করে করুন,’ পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী পুলিশকে কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন। সংক্রমণ না কমলে প্রয়োজনে আরও কড়া বিধি জারির পথে হাঁটবে প্রশাসন, তাও স্পষ্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Topics

Bengal  Covid19 Vaccine  Health  Kolkata

Related Articles

Leave a Comment