Home জীবনধারাস্বাস্থ্য গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪,৫১২

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪,৫১২

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪,৫১২ জন। একদিন আগেই এই সংখ্যাটি ছিল ৩,৪৫১। অর্থাৎ এক দিনে লাফিয়ে সংক্রমণ বাড়ল ১ হাজার ৬১।  গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে  ৯ জন করোনা রোগীর।শহর কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন  ২,৩৯৮ জন। গত ২৭ ডিসেম্বর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭০০-র ঘরে ছিল। ফলে কীভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা এই হিসেব দেখলে বোঝা যায়। এনিয়ে রাজ্যে এখনওপর্যন্ত করোনা আক্রান্ত হলেন ১৬,৪২,৯৯৭ জন।

আরও পড়ুনঃ ‘দুয়ারে সরকার বাতিল দেখে বোঝা যাচ্ছে, আদৌ এটাই সঠিক পরিসংখ্যান কী!’ আক্রমণ শমীকের

অন্যদিকে ফের রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের। ৫ দফা পরামর্শ দিয়ে রাজ্যগুলিকে চিঠি স্বাস্থ্য মন্ত্রকের। করোনা চিকিৎসায় দ্রুত অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করার নির্দেশ। হোম আইসোলেশনে থাকা আক্রান্তদের নজরদারিতে বিশেষ দল গঠনের পরামর্শ। ‘সাহায্য নেওয়া যেতে পারে বেসরকারি হাসপাতাল ও অন্যান্য সংস্থার’। ‘মহকুমা বা জেলাস্তরে খুলতে হবে কন্ট্রোল রুম’। ‘করোনা পরীক্ষা, অ্যাম্বুল্যান্স এবং হাসপাতালের বেডের সংখ্যা বাড়াতে হবে’। মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণের।

ওমিক্রন আতঙ্কের মধ্যে গত কয়েকদিনে রাজ্যে লাফিয়ে বেড়েছে সংক্রমণ। গত ২৫ ডিসেম্বর স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে ৫৫২ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। ৩১ ডিসেম্বরের বুলেটিনে সেই সংখ্যাটা বেড়ে ৩,৫০০-এর কাছে পৌঁছে গিয়েছে। কলকাতায় তো অবস্থা রীতিমতো খারাপ। শুক্রবারের বুলেটিন অনুযায়ী, শুধু কলকাতায় ১,৯৫৪ জন আক্রান্তের হদিশ মিলেছে।

Topics

Covid19  Omicron  Hospital Oxygen Health Kolkata

Related Articles

Leave a Comment