কলকাতা টুডে ব্যুরো: গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৯১৫৪ জন। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে।করোনা সংক্রমনের হার বেশ কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে১২.৫৮% সংক্রমণের হার।
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা অনেকটাই বেড়েছে। ৭২৭৩৮ জনের পরীক্ষা হয়েছে।উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত ১৩১৭ জন,মৃত্যু ৪ জনের। হাওড়ায় একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪৪ জন হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত ৬০৫ জন, মৃত্যু ২ জনের হয়েছে। হুগলিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩৪১ জন,মৃত্যু ২ জনের হয়েছে। দক্ষিণ বঙ্গের মধ্যে বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলা ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য দফতরকে।
পূর্ব বর্ধমানের আক্রান্ত ৪২১ জন, মৃত্যু ১ জনের। এছাড়াও নদিয়া জেলায় আক্রান্ত ৪১৪ জন, মৃত্যু ১ জনের, মুর্শিদাবাদ জেলায় আক্রান্ত ৩৩২ জন, পশ্চিম বর্ধমান জেলায় আক্রান্ত ৩৪৫ জন, মৃত্যু ১ জনের, বাঁকুড়া জেলার আক্রান্তের সংখ্যা বেশি ২৯১ জন।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata