কলকাতা টুডে ব্যুরো:এবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই।গরু পাচার মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে তৃতীয়বারের জন্য নোটিশ দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ১৪ ফেব্রুয়ারি দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে তদন্তকারী আধিকারিকের সামনে সশরীরে হাজিরা দিতে বলেছে সিবিআই ।
আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
একই মামলায় অনুব্রত মণ্ডলকে এর আগেও দু’বার সিবিআই নোটিশ দিয়ে তলব করেছিল। প্রথমবার অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হননি অনুব্রত মণ্ডল । দ্বিতীয় নোটিশ পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ গরু পাচারকাণ্ডে সাংসদ- অভিনেতা দেবকে তলব করল সিবিআই
রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মামলা করেন অনুব্রত মণ্ডল । তাঁর আবেদন মঞ্জুর করে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট। অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের সঙ্গে তদন্তের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছিল।
পাশাপাশি আদালতের নির্দেশ ছাড়া সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। এ পরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ফের তৃতীয়বারের জন্য নোটিশ ধরাল সিবিআই।
গরু পাচার মামলায় বুধবারই নাম জড়িয়েছে অভিনেতা-সাংসদ দেবের । ঘাটাল কেন্দ্রের তৃণমূল সাংসদ দীপক অধিকারীকেও নোটিস পাঠিয়েছে সিবিআই। আগামী ১৫ ফেব্রয়ারি সাংসদ অভিনেতাকে হাজিরার নির্দেশ দিয়েছেকেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলায় তদন্তের সময়ই উঠে এসেছে তাঁর নাম।
Topics
Anubrata Mondal BJP TMC Administration Kolkata