কলকাতা টুডে ব্যুরো:নিজাম প্যালেসে হাজিরা অভিনেতা-সাংসদ দেবের। গরু পাচারকাণ্ডে ঘাটালের সাংসদকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেন দেব। তাঁকে জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের।
সিবিআইয়ের নোটিশে অবশ্য তলবের কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি দেবকে। সূত্রের খবর, গরুপাচার মামলায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় তৃণমূল সাংসদ তথা অভিনেতার নাম উঠে এসেছে। জানা গিয়েছে, কয়েক বছর আগে নাকি কিছু উপহার দিয়েছিলেন এনামুল।
দেবকে সিবিআই-এর তলব ও অভিনেতা সাংসদের হাজিরার বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “যারা যারা তৃণমূল করে, সবাইকেই সিবিআই-এর কাছে যেতে হবে। আমরা ভয় করব না।”ঘাটাল কেন্দ্রের তৃণমূল সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেবকে গরুপাচার মামলায় ৯ ফেব্রুয়ারি নোটিস পাঠায় CBI। আগামী ১৫ ফেব্রয়ারি সাংসদ অভিনেতাকে হাজিরার নির্দেশ দেয় সিবিআই । এখন প্রশ্ন উঠেছে কেন দেবকে তলব করল সিবিআই? কীভাবে এই মামলার সঙ্গে জড়ালো তাঁর নাম? সিবিআই সূত্রে খবর, সাক্ষী হিসাবেই তাঁকে তলব করেছে সিবিআই। গরুপাচার মামলায় তদন্তে নেমে সিবিআইয়ের সামনে উঠে আসে এমন কিছু তথ্য, যেখানে দেখা যায় যে ঘাটাল হাইওয়ে দিয়ে সক্রিয় ছিল এই চক্র। সেই সূত্র ধরে বেশ কয়েকজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেই দেবের নাম উঠে আসে।
Topics
Dev Tollywood TMC Administration Kolkata