Home সংবাদবর্তমান আপডেট গান্ধীনগরে রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গান্ধীনগরে রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বিধানসভা নির্বাচনে দেশের চারটি রাজ্যে নিরঙ্কুশ জয় পেয়েছে গেরুয়া শিবির। নিজের রাজ্য গুজরাত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী মোদি শনিবার সকালে গান্ধীনগরে রোড শো করেন। এদিন তিনি প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় দাঁড়িয়ে সমাগত বহু মানুষকে শুভেচ্ছা জানান ।

শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  গুজরাত বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের রাজ্য ইউনিটের একটি সভায় বক্তব্য রাখেন।  তাঁদের জনগণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বৈঠকের পরে তিনি টুইট করেছেন, “গুজরাতে রাজ্য বিজেপি সদর দফতরে সহকর্মী দলের নেতা ও কর্মীদের সঙ্গে দেখা করেছি। আমাদের দলীয় সংগঠন কীভাবে আরও কার্যকরভাবে জনগণের সেবা করতে পারে এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। ”

সূত্রে খবর,  প্রধানমন্ত্রী মোদি রাজ্যের বিজেপি নেতা ও কর্মীদের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে বলেছেন। সূত্রের খবর অনুযায়ী, মোদি দলীয় কর্মীদের গত দশ বছরে সরকার কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করতে বলেছেন। সূত্রের দাবি, মোদি রাজ্য নেতাদের  তৃণমূল স্তরে নেমে কাজ করার কথা বলেছেন, জনসংযোগ বাড়াতে বলেছেন।

চার রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়ের পরেই তাঁর প্রথম গুজরাত সফর ৷ মায়ের সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিয়েছেন ৷ মায়ের সঙ্গে বসে খাবারও খেয়েছেন তিনি ৷

আশঙ্কাও ছিল। আশঙ্কা উড়িয়ে জিতেছে আশা। পাঞ্জাব বাদে চার রাজ্য ফের নিজেদের পকেটে ভরেছে বিজেপি। উত্তরপ্রদেশে হেলায় হারিয়েছে বিপক্ষকে। বিজেপি–র পাখির চোখ এবার গুজরাট। পাঁচ রাজ্যের পর এ বছরের শেষেই ভোট গুজরাটে। প্রস্তুতি তাই আজ থেকেই শুরু করছে বিজেপি। ফল ঘোষণার পরের দিন, শুক্রবারই নিজের রাজ্য গুজরাটে রোডশোয়ে নামলেন খোদ প্রধানমন্ত্রী।  দু’‌ দিনের সফরে আজ গুজরাটে এসেছেন নরেন্দ্র মোদি। বেশ কিছু কর্মসূচি রয়েছে সেখানে। শুক্রবার সন্ধেবেলা গুজরাট পঞ্চায়েত সম্মেলেন ভাষণ দেবেন তিনি। রাজ্যের পঞ্চায়েতের প্রায় এক লক্ষ প্রতিনিধি যোগ দেবেন সেখানে। তাঁদের উদ্দেশে কৌশলী বার্তা দেবেন মোদি বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক কাজ নিয়েও উপদেশ দেবেন।

Topics

Gujarat PM Modi Road Show BJP Administration Kolkata

Related Articles