Home ভিডিও গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়,গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে ভর্তি

গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়,গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে ভর্তি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার রাত থেকে অসুস্থ বর্ষীয়ান সংগীত শিল্পী। রয়েছে জ্বর, শ্বাসকষ্ট। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম-এর উডবার্নে। গৃহচিকিৎসকের পরামর্শেই বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।  বুধবার রাতে শারীরিক অবস্থার খোঁজ নিতে শিল্পীকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি করা হল শিল্পীকে। তিনসদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে শিল্পীর জন্য। শুরু হয়েছে প্রাথমিক চিকিৎসা পদ্ধতি। গতকাল রাত থেকে কিছু খেতে পারেননি শিল্পী। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তন্দ্রাচ্ছন্ন রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। গতকাল রাত থেকে কিছু খেতে পারেননি বলে জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর চিকিৎসার ভার নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

দু’দিন আগেই এই মর্মে ‘পদ্মশ্রী’ সম্মান ফিরিয়ে দেন নবতীপর সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ কেন্দ্রীয় সরকারের আমলাকে জানিয়ে দেন, এই প্রস্তাবে তিনি রাজি নন ।তিনি বলেন,”আমার মন সায় দিচ্ছে না ৷ আমার শ্রোতারাই আমার পুরস্কার ৷”

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

2011 রাজ্য সরকার ‘বঙ্গবিভূষণ’ সম্মানে সম্মানিত করেছিল প্রবাদপ্রতিম এই শিল্পীকে ৷ 1971 জাতীয় পুরস্কার পেয়েছিলেন উস্তাদ গুলাম আলি খানের শিষ্যা ৷ তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সব মহলে ৷

আরও পড়ুন : ৭৩ তম সাধারণতন্ত্র দিবস, দেশবাসীকে শুভেচ্ছা বার্তা জানালেন বি-টাউনের সেলেবরা

এত বছর পর সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তি শিল্পীকে পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্তে রীতমতো কটাক্ষের মুখে পড়ে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, শিল্পী নিজেই জানিয়েছেন, খুবই অপমানজনকভাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ফোন করে তাঁকে পদ্মশ্রী দেওয়ার কথা জানানো হয়েছিল। অপমানিত হয়েই পদ্মশ্রী প্রত্য়াখ্যান করেন তিনি।

Topics

Sandhya Mukherjee  Singer SSKM Hospital Health  Kolkata

Related Articles

Leave a Comment