Home খেলাধুলাফুটবল গোলে ফিরলেন কৃষ্ণা, ফের লিগ শীর্ষে এটিকে-মোহনবাগান

গোলে ফিরলেন কৃষ্ণা, ফের লিগ শীর্ষে এটিকে-মোহনবাগান

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে শনিবার আইএসএল পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গিয়েছিল মুম্বই সিটি এফসি। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের মুম্বইকে টপকে লিগ শীর্ষে এটিকে-মোহনবাগান। বছরের প্রথম রবিবারটা ছিল আইএসএলের সুপার সানডে।

ইস্টবেঙ্গলের প্রথম জয়ের খবর পেয়েই এদিন মাঠে নেমেছিল এটিকে-মোহনবাগান। লাল-হলুদের মতোই দিনের শেষে আরও একবার তিন পয়েন্ট খাতায় তুলল হাবাস ব্রিগেড। যা বছরের শুরুতে সেরা বিজ্ঞাপন হয়ে রইল আইএসএলের জন্য।

নর্থ-ইস্ট ইউনাইটেডকে এদিন ২-০ গোলে হারাল আন্তোনিও লোপেজ হাবাসের দল। দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগানের হয়ে গোল করলেন সেই রয় কৃষ্ণা। তিন ম্যাচ পর গোল করে দলকে লিগ শীর্ষে পৌঁছে দিলেন। বাগানের দ্বিতীয় গোলটি বেঞ্জামিন ল্যাম্বোটের আত্মঘাতী গোল। দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটে সবুজ মেরুন ঝড়ে ভেঙে পড়ল হাইল্যান্ডারদের যাবতীয় প্রতিরোধ।

লিগে সপ্তমবার ক্লিনশিট রাখতে সক্ষম হল সবুজ মেরুন ব্রিগেড। একইসঙ্গে জোড়া গোলে আবার লিগের মগডালে পৌঁছে গেল হাবাস ব্রিগেড। এই জয়ে ৯ ম্যাচে মেরিনার্সরা পৌঁছে গেল ২০ পয়েন্টে।

Related Articles

Leave a Comment