কলকাতা টুডে ব্যুরো:লাখ টাকার পাঞ্জাবি পরে দ্বিতীয় বিয়ে করতে চলেছেন তিনি। ভবানীপুর এলাকার শাঁখারিপাড়ার বাসভবন থেকে বরযাত্রী নিয়ে বের হবেন তিনি। তাঁর গন্তব্য কালীঘাট। কিন্তু কে তাঁর দ্বিতীয় স্ত্রী? সেটা জানাননি মিত্র মদন। শুক্রবার রাতে বিয়ের কেনাকাটা করেছেন তিনি। লাল রঙের পাঞ্জাবির সঙ্গে ঘিয়ে রঙের ধুতি। নববধূর জন্য লাল বেনারসি। এমনকী বাসি বিয়ের পাঞ্জাবিও কিনেছিলেন তিনি।
আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
এই বিষয়ে কামারহাটির বিধায়ক তথা দলের কালারফুল নেতা বলেছিলেন, ‘আমি মানসিকভাবে খুব বিভ্রান্ত। সামনেই ভ্যালেন্টাইন্স ডে। আবার সবাই বলছে ‘ওয়ান ম্যান ওয়ান পোস্ট’। তাই আমিও ভেবেছিলাম ‘ওয়ান ম্যান ওয়ান ওয়াইফ’। কিন্তু এখন ভাবছি দুটো হাত দুটো পায়ের মতো দুটো বউ ছাড়া চলবে না। তাই বিয়ে করছি।’
এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি।
আরও পড়ুনঃ কালীঘাটে তৃণমূলের বৈঠকের পর ২০ জনের জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা
সাদা একটা গাড়ি ফুলে সাজানো। সেই গাড়িতে এসে থামলে তা থেকে নামলেন স্বয়ং মদন মিত্র।তিনি ফের বিয়ে করলেন। বিয়েটা হল আসলে একটি প্রোমোশনাল ইভেন্টের অংশ হিসেবেই। সেই ইভেন্টেই মদন বিয়ে করলেন তাঁর নিজের স্ত্রীকেই। সঙ্গে ছিল তাঁর নাতিও। জমকালো লাল পোশাক পরে রীতিমতো মালা বদল করে উলুধ্বনির মধ্যে দিয়ে বিয়ে সারলেন মদন মিত্র।
Topics
Madan Mitra BJP TMC Administration Kolkata