Home খেলাধুলাক্রিকেট চতুর্থ টেস্টের আগেই করোনা টিকা নিলেন বিরাটদের হেডস্যার

চতুর্থ টেস্টের আগেই করোনা টিকা নিলেন বিরাটদের হেডস্যার

by Kolkata Today

আমেদাবাদ, ২ মার্চ: ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেদের মধ্যে প্রথম করোনা ভ্যাকসিন টিকা নিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী৷ কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর নিজেই টুইটারে ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করে জানিয়েছেন বিরাট-রোহিতদের ‘হেডস্যার’৷

বৃহস্পতিবার থেকে আমেদাবাদে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড চলতি সিরিজের শেষ টেস্ট৷ তার আগেই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে ফেললেন শাস্ত্রী৷ মঙ্গলবারই কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নেন বিরাট কোহলি ও রোহিত শর্মাদের ‘হেডস্যার’৷ ভারতে প্রথম দফার টিকাকরণ শুরু হয়েছিল ১৬ জানুয়ারি। আর সোমবার থেকে দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ।

স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের পর ৬০ বছরের বেশি বয়সি নাগরিকদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। সোমবার থেকেই তাঁদের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে৷ পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সিদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। কীভাবে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে হবে, রবিবারই তার নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র। সেই মত মঙ্গলবার টিকা নিলেন ৫৮ বছরের শাস্ত্রী।

এদিন টিক নেওয়ার পর সোশাল মিডিয়ায় ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ৷ টুইটারে শাস্ত্রী লেখেন, ‘Got the first dose of COVID-19 vaccine. Thank you to the amazing medical professionals and scientists for empowering India against the pandemic.’ পাশাপাশি মেডিক্যাল স্টাফদের ধন্যবাদ জানান ভারতীয় দলের কোচ৷ ধন্যবাদ জানিয়ে শাস্ত্রী লেখেন, ‘amazing medical professionals and scientists for empowering India against the pandemic.’

Related Articles

Leave a Comment