কলকাতা টুডে ব্যুরো:চন্দননগর পুরনিগমের 25 নম্বর ওয়ার্ডের 132 ও 133 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।উত্তেজনা সৃষ্টি হয়।বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ ওই এলাকায় গেলে তৃণমূল বিক্ষোভ দেখায়।তৃণমূলের অভিযোগ দীপাঞ্জন ওই এলাকার ভোটার নন,তিনি বহিরাগত।যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বিকার করেছে তারা।
আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
মোট ৩৩টি ওয়ার্ডের মধ্যে শনিবার চন্দননগর পুরসভায় ভোট হচ্ছে ৩২টিতে। ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গোকুল পাল মারা যাওয়ায় নির্বাচন কমিশনের বিধি
অনুযায়ী সেখানে ভোট হচ্ছে না। যথাযথ নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন শুক্রবার থেকেই তৎপর।
আরও পড়ুনঃ রাজ্য পুলিসের সশস্ত্র বাহিনী নিয়ে ঘুরতে বলা হচ্ছে, অভিযোগ অগ্নিমিত্রা পালের
চন্দননগর পুর কর্পোরেশনে ওয়ার্ডের সংখ্যা ৩৩টি। ভোট হচ্ছে ৩২টি ওয়ার্ডে (১৭ নং ওয়ার্ডে দুর্ভাগ্যজনকভাবে একজন প্রার্থীর মৃত্যু হয়)। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৬টি। ১২ তারিখ ১৭ নম্বর ওয়ার্ডের তিনটি বাদ দিয়ে মোট ভোট কেন্দ্র ১৭৩টি। ভোট হবে সকাল সাতটা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রধান ভোট কেন্দ্র ১৬৬টি। সহায়ক ভোট কেন্দ্র ৭টি। মোট পোলিং পার্টির সংখ্যা ১৭৩টি। মোট সেক্টরের সংখ্যা ১২টি, এর মধ্যে ১০টি চন্দননগর থানার অধীনে এবং ভদ্রেশ্বর থানার অধীনে দুটি রয়েছে। মোট ভোটদাতা ১ লক্ষ ৪৪ হাজার ৮৩৯ জন
Topics
SEC BJP TMC Administration Kolkata