Home সংবাদসিটি টকস চলে গেলেন স্রষ্টা, রেখে গেলেন সৃষ্টি বিদায় নারায়ন দেবনাথ 

চলে গেলেন স্রষ্টা, রেখে গেলেন সৃষ্টি বিদায় নারায়ন দেবনাথ 

by Kolkata Today

না ফেরার দেশে চলে গেলেন  বাংলা কমিস্কজগতের অন্যতম স্রষ্টা নারায়ন দেবনাথ। হারিয়ে গেলো একটা প্রজন্মের ছেলেবেলা। তাঁর মৃত্যুকালিন বয়স ছিল ৯৭। শুধু আজকের নয় বরং সেই ১৯৬২ সাল থেকে হাঁদা ভোদার হাত ধরে তার যাত্রা শুরু তারপর নন্টে ফন্টে , বাটুল দি গ্রেট আরও কত কি। কমিক্স জগতের অন্যতম প্রতিভা তিনি।।২০২২ সালের ১৮ই জানুয়ারি তাঁর প্রয়াণে আমরা তাঁকে শ্রদ্ধার্ঘ জানাই।

 

নারায়ণ দেবনাথ একজন বিখ্যাত ভারতীয় বাঙালি কমিক্স গল্প লেখক । তিনি হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, টেনি দা, বাহাদুর বেড়াল, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, কৌশিক রায় প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের স্রষ্টা। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তার লেখা ও আঁকা কমিকস ছোট-বড় বাঙালিকে মাতিয়ে রেখেছে। কমিক-স্ট্রিপ ছাড়াও তিনি শিশু-কিশোরদের জন্যও লিখেছেন উপন্যাস। এখনও শুকতারা, কিশোর ভারতী প্রভৃতি কলকাতা ভিত্তিক শিশু-কিশোরদের পত্রিকায় কমিকস গুলিকে ছোট ছোট ভাগে নিয়মিত প্রকাশ করা হচ্ছে। ২০২১ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছেন।

 

বাংলা কমিকসের জগতে নারায়ন দেবনাথের আগমন ঘটে দেব সাহিত্য কুটিরের সম্পাদক মন্ডলীর উৎসাহে। তার প্রথম কমিকস হাঁদা ভোঁদা নামটিও তাদের প্রস্তাবিত। সেই সময় বাংলা কমিকস বলতে ছিল একমাত্র প্রফুল্লচন্দ্র লাহিড়ি বা কাফি খাঁ’র আঁকা শেয়াল পণ্ডিত, যা তখন যুগান্তরে প্রকাশিত হত। হাঁদা ভোঁদা প্রকাশের সাথে সাথেই তা পাঠকদের মনে জায়গা করে নেয় এবং শুকতারা থেকে নিয়মিত প্রকাশিত হতে থাকে তাঁর কমিক্স । শুরুতে নারায়ন দেবনাথ নিজেই হাঁদা ভোঁদায় আঁকা ও লেখার কাজ করতেন। পরবর্তীতে তা গ্রেস্কেলে প্রকাশ করার ব্যবস্থা করা হয়।

 

নারায়ণ দেবনাথের প্রথম রঙীন কমিক স্ট্রিপ ছিল বাঁটুল দি গ্রেট। নারায়ণবাবুর কথায়, কলকাতার কলেজস্ট্রিট থেকে ফেরার পথে তিনি বাঁটুলের কল্পনা করেন ও তৎক্ষণাৎ তার প্রতিকৃতি (figure) এঁকে ফেলেন। যদিও তিনি শুরুতে বাঁটুলকে কোনো অলৌকিক শক্তি দেন নি।

আরও পরুনঃ ফের করণা বিধিনিষেধে শিথিল করল রাজ্য সরকার

পরবর্তীকালে কিশোর ভারতী পত্রিকা দল নারায়ণ দেবনাথের কাছে বিশেষ পুজোসংখ্যার ব্যাপারে এসে পৌঁছয়। তখন সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। পরে দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদক হিসেবে নারায়নবাবুকে গোয়েন্দা-গল্প (স্ট্রিপের) প্রস্তাব দেন যা পরে পরিণত হয় ‘ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায়’ চরিত্রে। কিশোর ভারতীতে তার আঁকা প্রথম ধারাবাহিক কমিক স্ট্রিপ হলো ‘ম্যাজিশিয়ান পটলচাঁদ’, যার একটি সংখ্যা বেরোয়। ২০১১ সালে লালমাটি প্রকাশন তার বিরল কাজগুলি পুনরায় প্রকাশ করে নারায়ণ দেবনাথ সমগ্র ১ম ও ২য় খন্ড হিসেবে। ২০১২ সালে বাঁটুল প্রথমবার ইংরেজিতে অনুবাদ করা হয়।

 

Related Articles

Leave a Comment