Home ভিডিও চাকরির দাবিতে নবান্ন অভিযান SSC চাকরিপ্রার্থীদের,  ধুন্ধুমার কলেজ স্ট্রিট চত্বরে

চাকরির দাবিতে নবান্ন অভিযান SSC চাকরিপ্রার্থীদের,  ধুন্ধুমার কলেজ স্ট্রিট চত্বরে

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:অগ্নিগর্ভ হয়ে উঠল কলেজস্ট্রিট চত্বর। এসএসসি চাকরী প্রার্থীরা চাকরির দাবিতে নবান্ন অভিযান এর ডাক দেয়। এই বিক্ষোভে প্রায় 300 মত বিক্ষোভকারী বিক্ষোভ দেখাতে শুরু করে। এর ফলে পুলিশ তাদের এই বিক্ষোভ আটকানোর চেষ্টা শুরু করে ।তাদের আটকাতে শুরু হলে প্রবল উত্তেজনা ধাক্কাধাক্কি ঠেলাঠেলি শুরু হয়। এই বিক্ষোভের মধ্যেই 30 জন এসএসসি কর্মীকে আটক করে লালবাজার নিয়ে যায় পুলিশ।

কলেজ স্ট্রিট থেকে এদিন মিছিল শুরু করেছিলেন চাকরি প্রার্থীরা। কিন্তু সেখানেই পুলিশ তাঁদের আটকে দেয়। এরপরই ব্যারিকেড করে আটকে দেওয়া হয় তাঁদের। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে এভাবে মিছিল করার কোনও অনুমতি নেই। কিন্তু চাকরিপ্রার্থীরা নবান্ন অভিযানের সিদ্ধান্তে অটল থাকে।

মুহূর্তের মধ্যেই এলাকায় ধুন্ধুমার শুরু হয়ে এলাকায়। এসএসসি চাকরিপ্রার্থীদের দাবি অবিলম্বে শূন্য পদে নিয়োগ করতে হবে। ফর্ম বের করতে হবে। কিন্তু সেই দাবি নিয়ে নবান্ন অভিযানের আগেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।

Topics

SSC Agitation Protest Administration Kolkata

 

Related Articles