Home খেলাধুলাফুটবল চারটে গোল তো আমরাই করলাম, ইস্টবেঙ্গলকে বিদ্রুপ হাবাসের

চারটে গোল তো আমরাই করলাম, ইস্টবেঙ্গলকে বিদ্রুপ হাবাসের

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় ফুটবলে তিনিই এখন চাণক্য।ডার্বির দ্বিতীয় সাক্ষাতের পরেও আন্তনিও লোপেজ হাবাসের মুখে তৃপ্তির হাসি। শুক্রবার আইএসএলের মেগা ম্যাচে এসসি ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে পর্যুদস্ত করার পরে খোলস ছেড়ে বেরিয়ে এলেন এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। কটাক্ষের সুরে বলে ফেললেন, ‘ম্যাচের চারটে গোলই তো আমাদের। আমি শুধু নিজের দল নিয়ে ভাবতে চাই। অন্য দল নিয়ে বেশি বলতে চাই না। তবে এসসি ইস্টবেঙ্গল আগের তুলনায় কিছুটা উন্নতি করেছে।’

শুক্রবারের জয় উৎসর্গ করলেন সমর্থকদের। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এসে বললেন, ‘সমর্থকদের ধন্যবাদ। এই জয়টা ওঁদেরই উৎসর্গ করছি। করোনা সংক্রমণের জন্য ওঁরা মাঠে থাকতে পারেননি। কিন্তু আমাদের সব সময়ে অনুপ্রাণিত করেছেন। তবে আমি মনে করি ম্যাচের শেষ দশ মিনিট আমরা খুব একটা ভাল খেলতে পারিনি। ওরা প্রচুর কর্নার পেয়েছিল। আমরা গোল আটকাতেই বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম।’ পরে যোগ করেন, ‘তবে এই ম্যাচে আবেগকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরী। অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচেও তিন পয়েন্টের লক্ষ্যে নেমেছিলাম আমরা। সেই লক্ষ্যেই ম্যাচটা খেলে জিতেছি।’

এই নিয়ে এ বারের আইএসএলে ১৪ গোল হয়ে গেল রয় কৃষ্ণার। যদিও হাবাস গুরুত্ব দিতে নারাজ। বললেন, ‘ফুটবল টিম গেম। কৃষ্ণা আমাদের গুরুত্বপূর্ণ ফুটবলার। আমার দলে কৃষ্ণা ছাড়াও গোল করার অনেক ফুটবলার রয়েছে। ডেভিড উইলিয়ামস, জাভি হার্নান্দেস ডার্বিতে গোল করেছে। তিরিও এদিন গোল করতে পারত।’

ডার্বিতে জয়ের কৌশল নিয়ে দুবারের চ্যাম্পিয়ন কোচ বললেন, ‘রণনীতিতে বদল এনেছিলাম। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৩-৪-৩ ছকে খেলে পুরো ম্যাচটা নিয়ন্ত্রণ করেছি। তবে লড়াই এখনও শেষ হয়নি। আমাদের সতর্ক থেকে বাকি ম্যাচেও জয় নিশ্চিত করতে হবে।’

Related Articles

Leave a Comment