Home সংবাদবর্তমান আপডেট চার পুরনিগমের ভোটগ্রহণ হবে ২২ জানুয়ারিই, জানাল কমিশন

চার পুরনিগমের ভোটগ্রহণ হবে ২২ জানুয়ারিই, জানাল কমিশন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: কড়া করোনা-বিধিতে ২২ তারিখেই হবে ৪ পুরসভায় ভোট। রোড শো, পদযাত্রা, সাইকেল বা বাইক মিছিলে নিষেধাজ্ঞা। বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী সহ সর্বাধিক ৫ জনকে অনুমতি। কমানো হল প্রচারের সময়সীমা। ভোট শুরুর ৭২ ঘণ্টা আগে বন্ধ হবে প্রচার।

আরও পড়ুন : ‘মুখ্যমন্ত্রীর কর্মসুচি দুয়ারে সরকারের নামে দুয়ারের সংকট, সন্ত্রাস ও সর্বনাশের পরিকল্পনা করছিল,’ সুজন চক্রবর্তীর কটাক্ষ

৪৮ ঘণ্টার পরিবর্তে ৭২ ঘণ্টা আগে শেষ করতে হবে প্রচার। খোলা মাঠে ৫০০-র বেশি জনসমাগম করে সভা নয়। প্রার্থী, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্টের অন্তত একটি টিকা বাধ্যতামূলক। প্রতি পুরসভার ক্ষেত্রে একজন নোডাল হেল্থ অফিসার নিয়োগ করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য নির্বাচন কমিশনের।

আরও পড়ুন : রাজ্যে করোনায় দৈনিক আক্রান্ত ৬,০৭৮,কলকাতায় আক্রান্ত ২,৮০১

আগামী ২২ জানুয়ারি বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর পুরনিগম নির্বাচনের ভোটগ্রহণ। এর মধ্যে বিধাননগরে সংক্রমণের হার ১৫ শতাংশ পার করেছে। আসানসোল ও চন্দননগরেও আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহে গুণিতক হারে বেড়েছে।

Topics

SEC  Election Covid19  Health Kolkata

Related Articles

Leave a Comment