Home ভিডিও চার পুরনিগমের ভোটের বিক্ষিপ্ত ঘটনা

চার পুরনিগমের ভোটের বিক্ষিপ্ত ঘটনা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:শনিবার রাজ্যে ৪ পুর নিগম শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগরে পুরভোট সম্পন্ন হল। এদিন সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ। কড়া নিরাপত্তায় চলে ভোটগ্রহণ। সকাল থেকে বুথমুখী ছিলেন ভোটাররা।সব কিছুর পরেও গন্ডগোল মুক্ত হল না এদিনের ভোটগ্রহণপর্ব।

আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

চন্দননগর পুরনিগমের 25 নম্বর ওয়ার্ডের 132 ও 133 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।উত্তেজনা সৃষ্টি হয়।বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ ওই এলাকায় গেলে তৃণমূল বিক্ষোভ দেখায়।তৃণমূলের অভিযোগ দীপাঞ্জন ওই এলাকার ভোটার নন,তিনি বহিরাগত।যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বিকার করেছে তারা।

আরও পড়ুনঃ কালীঘাটে তৃণমূলের বৈঠকের পর ২০ জনের জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা

রানীগঞ্জের সুরমাপাড়া এলাকায় ৩৪ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী সুপ্রিয় পরামানিক’কে মারধরের অভিযোগ উঠে শাসক দলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। জখম সিপিএম প্রার্থী’কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরও পড়ুনঃ ‘এখানে পুরভাটে যেভাবে ভোট লুট হয়েছে সেভাবে কাশ্মীরের পুরভোটেও হয় না,’ কটাক্ষ শুভেন্দুর

বিধাননগর পৌরনিগমের 4 ওয়ার্ডে গোপালপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভোট দেন বিধায়ক তাপস চ্যাটার্জি। তাপস চ্যাটার্জি এদিন বললেন শীত-গ্রীষ্ম-বর্ষা তৃণমূলের উপরেই মানুষের ভরসা।

অন্যদিকে শনিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল আসানসোল এলাকা । সকাল থেকেই শাসক এবং বিরোধীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলে।আসানসোল পৌরনিগমের ধাদকা এনসি লাহিড়ী স্কুলের বুথের বাইরে শুন্যে গুলি চলে।বাইক বাহিনীরা প্রায় আট রাউন্ড গুলি চালিয়েছে বলে অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির।অভিযোগের তীর তৃণমূল আশ্রতি দুষ্কৃতীদের বিরুদ্ধে।এর পাশাপাশি বিজেপির বুথ অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।

 

Topics

SEC BJP TMC Administration Kolkata

Related Articles