কলকাতা, ৪ ফেব্রুয়ারি: বিধানসভা ভোটের মুখে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। আবারও রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল। ‘রাজ্যে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে’, বৃহস্পতিবার ফের তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
রাজ্যে রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসার পর থেকে নানা ইস্যুতে রাজ্য প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কখনও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরকারের তীব্র সমালোচনায় সরব হয়েছেন রাজ্যপাল, কখনও আবার শিক্ষাক্ষেত্রে রাজনীতির অভিযোগ তুলে রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় চড়িয়েছেন। অন্যদিকে, রাজ্যপালকে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করেছেন শাসকদলের নেতা-মন্ত্রীরা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছেন।
প্রধানমন্ত্রী-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের আচরণ নিয়ে প্রস্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। এতকিছুর পরেও রাজ্যপাল তাঁর পুরনো অবস্থানেই অনড় রয়েছেন। বিধানসভা ভোটের মুখে ফের রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলে সরকারের একইসঙ্গে রাজ্যের শাসকদলের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন ধনকড়। তিনি বলেন, ‘রাজ্যে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। চারিদিকে ভয়ানক, ভয়াবহ পরিস্থিতি। রাজভবনে যদি কেউ আসেন, সেখানেও তাঁরা নাম লেখাতে ভয় পাচ্ছেন।’ এর আগেও একাধিকবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। মাসখানে আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তলবে দিল্লিতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন রাজ্যপাল। অমিত শাহকেও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন ধনকড়। পরে রাজধানীতে বসে সাংবাদিক বৈঠকেও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে একের পর এক অভিযেগা তুলেছিলেন রাজ্যপাল। তবে বৃহস্পতিবার ফের রাজ্যকে দুষে রাজ্যপালের এই আক্রমণের পাল্টা কোনও প্রতিক্রিয়া মেলেনি রাজ্যের শাসকদল তৃণমূলের তরফে।