Home খেলাধুলাক্রিকেট জল্পনা উড়িয়ে কার্তিককে রেখে দিল কেকেআর

জল্পনা উড়িয়ে কার্তিককে রেখে দিল কেকেআর

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ ২০২০ আইপিএলের মাঝে নেতৃত্ব থেকে তাঁর সরে দাঁড়ানো নিয়ে কম চর্চা হয়নি। তিনি স্বেচ্ছায় সরেছিলেন নাকি তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল অধিনায়ক পদ থেকে, সেই প্রশ্নের সদুত্তর বোধহয় ক্রিকেট অনুরাগীদের অজানা। তবে অধিনায়ক বদলেও শেষ অবধি ২০২০ আইপিএল প্লে-অফে যোগ্যতা অর্জন করতে পারেনি নাইটরা। এরপর দিনকয়েক আগে ২০২১ আইপিএলের জন্য রিটেইন প্লেয়ারদের তালিকা প্রকাশ করার কথা গভর্নিং বডি জানিয়ে দিতেই নয়া জল্পনা শুরু হয়েছিল ডিকে’কে নিয়ে। বিগত দু’টি মরশুমে আশানরূপ পারফর্ম করতে ব্যর্থ দীনেশ কার্তিককে কি ২০২১ আইপিএলে দলে রাখবে নাইট রাইডার্স কর্তৃপক্ষ? শুরু হয় জোর জল্পনা।

বুধবার ছিল ২০২১ আইপিএলে জন্য রিটেইন প্লেয়ারদের তালিকা জমা দেওয়ার শেষদিন। বাকি দলগুলোর মত পার্পল ব্রিগেড এদিন রিটেইন প্লেয়ারদের নাম ঘোষণা করতেই সব জল্পনা দূর হয়ে গেল। কলকাতা নাইট রাইডার্স ২০২১ আইপিএলের জন্য ধরে রাখল তাদের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিককে। করোনাকালের শেষ আইপিএলে কয়েকটি ক্ষেত্রে দীনেশের চওড়া ব্যাট দলের কাজে আসায় প্রাক্তন অধিনায়ককে সহজে ছেঁটে ফেলতে পারেনি নাইট শিবির।

দীনেশের পাশাপাশি চর্চা চলছিল চায়নাম্যান কুলদীপ যাদবকে নিয়েও। ২০২০ আইপিএলে প্রথম একাদশে জায়গা হারিয়েছিলেন কুলদীপ। মনে করা হচ্ছিল কোপ পড়তে পারে তাঁর উপরেও। কিন্তু চায়নাম্যান বোলারকেও রিটেইন করল কেকেআর। তবে ছেঁটে ফেলা হয়েছে ৫ জন ক্যাপড প্লেয়ারকে। এদের মধ্যে উল্লেখযোগ্য নাম ইংরেজ ওপেনার টম ব্যান্টন। বহু আশা করে যাঁকে গত মরশুমের আগে দলে নিয়েছিল কিং খানের দল। এছাড়া অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিন, এম সিদ্ধার্থ, নিখিল নায়েক এবং সিদ্ধেশ লাডকেও ছেঁটে ফেলেছে নাইট ম্যানেজমেন্ট।

অধিনায়ক ইয়ন মর্গ্যান ছাড়া তারকা বিদেশিদের মধ্যে রিটেইন করা হয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লকি ফার্গুসন এবং প্যাট কামিন্সকে।

কেকেআর ছেড়ে দিল যাদের: নিখিল নায়েক, সিদ্ধেশ ল্যাড, এম সিদ্ধার্থ, ক্রিস গ্রিন, টম ব্যান্টন।

কেকেআর রিটেইন করল যাদের:

ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নিতিশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, শুভমন গিল, সুনীল নারিন, প্যাট কামিন্স, রাহুল ত্রিপাঠি ও বরুণ চক্রবর্তী

Related Articles

Leave a Comment