কলকাতা টুডে ব্যুরো: সোমবার সংসদের বাজেট অধিবেশন ২০২২ -এর প্রথম দিন, লোকসভায় পরিসংখ্যানগত পরিশিষ্ট-সহ ২০২১-২২ সালের অর্থনৈতিক সমীক্ষা পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । সমীক্ষা বলছে, চলতি আর্থিক বছরে ভারতের মোট দেশীয় উৎপাদন বা জিডিপি বৃদ্ধি হতে পারে ৯.২ শতাংশ পর্যন্ত।
সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের সুষ্ঠু আলোচনার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন আশা করি বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে চলবে। তারপরেই যৌথ অধিবেশনে বার্তা দেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। তিনি জানিয়েছেন দেশ আগামী ২৫ বছরে আর্থিক উন্নতির পথে এগোচ্ছে হু হু করে। দেশের বিদেশী বিনিয়োগ আসতে শুরু করেছে। একই সঙ্গে উত্তর পূর্বের রাজ্য এবং জম্মু-কাশ্মীরের উন্নয়নের কথা বলেছেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন ঃ ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল-কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
চলতি বছরের অর্থনৈতিক সমীক্ষায় ভারতীয় অর্থনীতির স্বাভাবিক অবস্থায় দ্রুত প্রত্যাবর্তনের জন্য, সরবরাহের মতো সমস্যাগুলির উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। সাধারণত প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এর নেতৃত্বে একটি দল এই অর্থনৈতিক সমীক্ষাটি তৈরি করে। তবে, এই বছর এটি তৈরি করেছে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার নেতৃত্বাধীন একটি দল।