নিজস্ব প্রতিনিধিঃ একইসঙ্গে ভারতীয় ক্রিকেট এবং বিনোদন দুনিয়ায় লক্ষ্মীর আগমন। বিরুষ্কার ঘর আলো করে এল ফুটফুটে কন্যাসন্তান। পিতৃত্বকালীন ছুটি নিয়ে প্রথম টেস্টের পরেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দেশে ফিরে সন্তানসম্ভবা স্ত্রী’র পাশেই ছিলেন। সোমবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন বিরাট-পত্নী অনুষ্কা শর্মা। দুপরে কন্যা সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী।
বিরাট আনন্দের খবরটি সোশ্যাল মিডিয়ায় জানান স্বয়ং ভারত অধিনায়ক বিরাট কোহালি। টুইটারে বিরাট লিখেছেন, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের কন্যাসন্তান হয়েছে। আপনাদের ভালবাসা ও মঙ্গলকামনার জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্কা ও আমাদের কন্যা ভাল আছে। আমরা দু’জনেই খুব সৌভাগ্যবান যে জীবনের এই অধ্যায় আমাদের দেখার সুযোগ হল। আপনারা নিশ্চয়ই বুঝবেন, এই সময় আমাদের কিছুটা ব্যক্তিগত পরিসর জরুরি। তাই সকলের কাছে এ ব্যাপারে সহযোগিতা চাইছি।’
অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই প্রথম ডে-নাইট টেস্ট খেলেই বাড়ি চলে এসেছিলেন বিরাট। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে এসেছিলেন তিনি। ১১ জানুয়ারি, ঠিক যেদিন অস্ট্রেলিয়ার মাটিতে ভারত স্মরণীয় এক লড়াই উপহার দিল, ঠিক সেদিনই বিরুষ্কার কোল আলো করে এল কন্যা। টুইটারে বিরাট এই খবর জানাতেই আধঘণ্টার মধ্যেই প্রায় লাখ ছাড়িয়ে যায় লাইক। বার্তাটি শেয়ারও হয় বারবার।
বিভিন্ন মহল থেকে উপচে পড়ে শুভেচ্ছা বার্তা। বি টাউনের সেলিব্রিটি থেকে শুরু করে তারকা ও প্রাক্তন তারকারা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বিরাট, অনুষ্কাকে। ভারতীয় ক্রিকেটের ফার্স্ট ম্যান ও ফার্স্ট লেডিকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই।