Home সংবাদবর্তমান ঘটনা জুনিয়র মৃধা হত্যা মামলায় গ্রেফতার মোহনবাগান কর্তার প্রাক্তন পুত্রবধূ

জুনিয়র মৃধা হত্যা মামলায় গ্রেফতার মোহনবাগান কর্তার প্রাক্তন পুত্রবধূ

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ জুনিয়র মৃধা হত্যা মামলায় সিবিআই হেফাজতে মোহনবাগান কর্তা বলরাম চৌধুরীর প্রাক্তন পুত্রবধূ প্রিয়ঙ্কা চৌধুরী। জুনিয়র মৃধা খুনের ১০ বছর পর প্রথমবার গ্রেফতার হলেন পেশায় মডেল প্রিয়ঙ্কা।

তখন কেউ গ্রেফতার হয়নি। পর ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করেন সিবিআই কর্তারা। ব্যারাকপুর মহকুমা আদালত প্রিয়ঙ্কা চৌধুরীকে ৭ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয়। আগামী ১২ জানুয়ারি ফের প্রিয়ঙ্কাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। প্রিয়ঙ্কার বিরুদ্ধে খুন, খুনের ষড়যন্ত্রে লিপ্ত থাকা, প্রমাণ লোপাট-সহ বিভিন্ন মামলায় অভিযোগ আনা হয়েছে।

পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়রকে গুলি করে খুন করা হয়েছিল। যদিও প্রিয়ঙ্কা চৌধুরীকে এদিন যখন আদালতে নিয়ে আসা হয়, তখন নিজেকে নির্দোষ বলে দাবি করেন সংবাদমাধ্যমের সামনে। ১১ বছর পর সত্যিকারের বিচার পেয়ে খুশি জুনিয়রের বৃদ্ধা বাবা-মা।

সিআইডি প্রথমে এই খুনের ঘটনার তদন্ত করে তা বন্ধ করে দিয়েছিল। তখন কেউ গ্রেফতার হয়নি। পরে জুনিয়রের পরিবারের সদস্যরা মৃত্যুর তদন্ত যাতে সিবিআই গ্রহণ করে, সেই ব্যাপারে উচ্চ আদালতের দ্বারস্থ হন। সেই তদন্তেই প্রথম গ্রেফতার প্রিয়ঙ্কা চৌধুরী।

Related Articles

Leave a Comment