Home সংবাদবর্তমান আপডেট জেনে নিন কেন্দ্রীয় বাজেট ২০২২-র বিশেষ ঘোষণা

জেনে নিন কেন্দ্রীয় বাজেট ২০২২-র বিশেষ ঘোষণা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বাজেট ঘোষণা পর এবার কী কী সস্তা হতে চলেছে ?
দেশে তৈরি এবং ইমপোর্ট করা ওষুধের দাম বাড়তে চলেছে ৷ চামড়ার জিনিসের দাম কমতে চলেছে ৷ ইলেকট্রনিক্স- মোবাইল চার্জার, ক্যামেরা সস্তা হতে চলেছে ৷ সস্তা হবে গয়না ৷ আনপলিশড হিরের উপরে তুলে নেওয়া বল আমদানি কর ৷  নকল গয়নার উপরে ৪০০ টাকা প্রতি কিলোগ্রাম হিসেবে ডিউটি দিতে হবে ৷ মেথেনলের উপরে ডিউটি কম হয়ে যাবে ৷ সস্তা হবে স্টিল ৷ বটন, জিপার, চামড়া, প্যাকেজিং বক্স সস্তা হতে চলেছে ৷

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত ৩,৪২৭ জন

ইনকাম ট্যাক্স স্ল্যাবে কোনওরকমের বদল করলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট ট্রান্সফার বা বিক্রির ক্ষেত্রে ৩০ শতাংশ হিসেবে ট্যাক্স দিতে হবে জানালেন অর্থমন্ত্রী।ডিজিটাল সম্পদ থেকে আয়ের উপর ৩০ শতাংশ কর বসছে, ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের।

NPS-এ করছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে হল ১৪%। কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের সুবিধার্থে এই উদ্যোগ।

বাজেটে অন্যতম প্রত্যাশা ছিল কর্মসংস্থান। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান হবে।করোনা পরিস্থিতিতে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে স্টার্টআপ ব্যবস্থায় বিশেষ ঘোষণা করা হল। স্টার্টআপ সংস্থাগুলিকে আরও এক বছরের করে ছাড় দেওয়া হল। অন্যদিকে, ডিজিটাল সম্পত্তিতে বসছে কর, নতুন অর্থবর্ষ থেকে এই কর দিতে হবে।

বিশেষ ভাবে সক্ষমদের জন্য করছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে। আয়করে ছাড় দেওয়া হচ্ছে পেনশনভোগীদের, জাতীয় পেনশন প্রকল্পে করে ছাড় বেড়ে হল ১৪ শতাংশ। ডিজিটাল সম্পত্তির লেনদেনে ৩০ শতাংশ আয়কর।

জিএসটিতে রেকর্ড আয়।জিএসটির ক্ষেত্রে এখনও কিছু সমস্যা রয়েছে। খুব শীঘ্রই জিএসটি সংক্রান্ত সমস্যা দূর করা হবে। জানুয়ারিতে জিএসটি আয়ে রেকর্ড। জিএসটি বাবদ জানুয়ারিতে আদায় ১ লক্ষ ৪১ হাজার কোটি টাকা। জিএসটি চালু হওয়ার পর থেকে এটিই সব থেকে বেশি আয়।সমস্ত করদাতাকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন কর ব্যবস্থার সরলীকরণ করা হবে। প্রত্যক্ষ কর ব্যবস্থার সংস্কারে বিশেষ জোর দেওয়া হবে। করদাতারা আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন ২ বছরের মধ্যে।

তথ্য নথিকরণ ব্যবস্থার সুবিধার জন্য ওয়ান নেশন, ওয়ান রেজিস্ট্রেশন ব্যবস্থার সূচনা করা হবে। জমির রেকর্ড রাখতে ডিজিটাল পদ্ধতির ব্যবহার। কৃষিকাজের সহায়তায় ড্রোনের ব্যবহার। ব্যাটারিচালিত পরিবহণ ব্যবস্থার উদ্যোগ। ব্যাটারির চার্জিং সেন্টার বাড়ানো হবে।ডিজিটাল মুদ্রা ব্যবস্থাতেও জোর দিল কেন্দ্র। চলতি বছর থেকেই বাজারে ডিজিটাল মুদ্রা আনবে রিজার্ভ ব্যাঙ্ক অব

বাজেটে অন্যতম প্রত্যাশা ছিল কর্মসংস্থান। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান হবে।আয়কর ছাড় নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও, অর্থনীতিতে ভারসাম্য বজায় রাখতে আয়কর কাঠামোতে কোনও বদল হবে না বলেই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ব্যক্তিগত কর কাঠামোও একই থাকবে বলে তিনি জানান।

এমন যন্ত্রপাতি যেগুলি ভারতে তৈরি হয় তাদের উৎসাহ দিতে কাস্টম ডিউটি বাড়ানো হল। দেশে তৈরি কৃষি যন্ত্রপাতি সস্তা হবে। সস্তা হবে পোশাক, চর্মজাত দ্রব্য, মোবাইল ফোন, চার্জার।
করোনা পরিস্থিতিতে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে স্টার্টআপ ব্যবস্থায় বিশেষ ঘোষণা করা হল। স্টার্টআপ সংস্থাগুলিকে আরও এক বছরের করে ছাড় দেওয়া হল। অন্যদিকে, ডিজিটাল সম্পত্তিতে বসছে কর, নতুন অর্থবর্ষ থেকে এই কর দিতে হবে।

 

পেনশনভোগীদের আয়করে ছাড়

বিশেষ ভাবে সক্ষমদের জন্য করছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে। আয়করে ছাড় দেওয়া হচ্ছে পেনশনভোগীদের, জাতীয় পেনশন প্রকল্পে করে ছাড় বেড়ে হল ১৪ শতাংশ। ডিজিটাল সম্পত্তির লেনদেনে ৩০ শতাংশ আয়কর।
জিএসটির ক্ষেত্রে এখনও কিছু সমস্যা রয়েছে। খুব শীঘ্রই জিএসটি সংক্রান্ত সমস্যা দূর করা হবে। জানুয়ারিতে জিএসটি আয়ে রেকর্ড। জিএসটি বাবদ জানুয়ারিতে আদায় ১ লক্ষ ৪১ হাজার কোটি টাকা। জিএসটি চালু হওয়ার পর থেকে এটিই সব থেকে সারচার্জ কমানো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। কর্পোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে ১৫ শতাংশ কমানো হল। কো-অপারেটিভগুলির সারচার্জ কমল। সারচার্জ ১২ শতাংশ থেকে কমে ৭ শতাংশ হল। কিছু কিছু জায়গায় কর ছাড় দেওয়া হল। বিশেষভাবে সক্ষমদের বাড়তি কর ছাড়। ক্রিপ্টো কারেন্সিতে আয়ে ৩০ শতাংশ কর। পিপিএফে বিশেষ সুবিধা।

 

তথ্য নথিকরণ ব্যবস্থার সুবিধার জন্য ওয়ান নেশন, ওয়ান রেজিস্ট্রেশন ব্যবস্থার সূচনা করা হবে। জমির রেকর্ড রাখতে ডিজিটাল পদ্ধতির ব্যবহার। কৃষিকাজের সহায়তায় ড্রোনের ব্যবহার। ব্যাটারিচালিত পরিবহণ ব্যবস্থার উদ্যোগ। ব্যাটারির চার্জিং সেন্টার বাড়ানো হবে।সমস্ত করদাতাকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন কর ব্যবস্থার সরলীকরণ করা হবে। প্রত্যক্ষ কর ব্যবস্থার সংস্কারে বিশেষ জোর দেওয়া হবে। করদাতারা আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন ২ বছরের মধ্যে।বাজারে ডিজিটাল মুদ্রা আনবে RBI।
ডিজিটাল মুদ্রা ব্যবস্থাতেও জোর দিল কেন্দ্র। চলতি বছর থেকেই বাজারে ডিজিটাল মুদ্রা আনবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

 

মার্চ মাসের মধ্যে দেশে ৫জি স্পেকট্রাম নিলাম শুরু।আধুনিক প্রযুক্তি ভর করেই স্বপ্নের উড়ান অর্থনীতির। ই-পাসপোর্ট সিস্টেমে দেওয়া হচ্ছে বিশেষ জোর। এছাড়া গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড পরিষেবাতেও জোর দেওয়া হচ্ছে। ২০২৫ সালের মধ্যে সব গ্রামে অপটিকাল ফাইবার বসবে। ভারত নেট প্রকল্পে জোর। ৫জি পরিষেবার পরিকাঠামোয় জোর। মার্চ মাসের মধ্যে দেশে ৫জি স্পেকট্রাম নিলাম শুরু হবে। প্রতিরক্ষা খাতে গবেষণার জন্য ২৫ শতাংশ বরাদ্দ বাজেট।
অ্যানিমেশন, কমিকস, গেমিংয়ে টাস্কফোর্স গঠন করা হবে।বিভিন্ন ক্ষেত্রে পেমেন্টের জন্য ই-বিল ব্যবস্থা চালু হবে। ব্যবসার উন্নতিতে সিঙ্গল উইন্ডো সিস্টেম, একটি ফর্মে সমস্ত অনুমোদন সম্ভব হবে।বিদ্যুৎ সাশ্রয়ে অত্যাধুনিক পরিকাঠামোয় জোর দিচ্ছে কেন্দ্র। দেশে চারটি কোল গ্যাস পাইলট প্রকল্প চালু হবে। জোর দেওয়া হবে বিদ্যুৎ সাশ্রয়ে। সৌরবিদ্যুতে ১৯ হাজার ৫০০ কোটি টাকা আর্থিক বরাদ্দের ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

Topics

Parliament Budget Session  Nirmala Sitharaman Administration  Kolkata

 

Related Articles

Leave a Comment