Home সংবাদসিটি টকস জেনে নিন রাজ্যের নতুন করোনার বিধি-নিষেধগুলি

জেনে নিন রাজ্যের নতুন করোনার বিধি-নিষেধগুলি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রাজ্যে চলমান বিধিনিষেধ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একাধিক ছাড়ের ঘোষণা করেছেন। সেই সঙ্গে ৩ ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত ৩,৪২৭ জন

পঠন পাঠন

খুলছে স্কুল ও কলেজ ৩ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অষ্টম শ্রেণি থেকে শুরু হবে পঠনপাঠন। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়াশুনো হবে পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে। প্রাথমিকে এখনই স্কুল খুলছে না। পড়ুয়াদের পড়াশুনো চালু থাকবে অনলাইনে।

নাইট কারফিউ

নৈশ কার্ফুর সময় কমল
কমছে নৈশ কার্ফুর সময়। রাত ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে কার্ফু। চলবে ভোর ৫টা পর্যন্ত।

বিমান চলাচল

এবার থেকে সপ্তাহে ৭, দিনই মুম্বই, দিল্লি উড়ান চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বেঙ্গালুরু-কলকাতা উড়ানে বহাল আগের কড়াকড়ি থাকছে। লন্ডন-কলকাতার উড়ানেও উঠল কড়াকড়ি, তবে বাধ্যতামূলক আরটিপিসিআর টেস্ট।

খুলছে পার্ক

৭৫ শতাংশ দর্শক নিয়ে খোলা যাবে প্রেক্ষাগৃহ। পার্ক, বিনোদন পার্ক ও পার্ক খুলে দেওয়া হচ্ছে। সুইমিংপুলে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে

রাজনৈতিক সভা-সমাবেশ নিয়ন্ত্রিত

রাস্তার মিটিং-মিছিল নিয়ন্ত্রণে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী জানালেন, অনেকগুলি জায়গায় নির্বাচন হবে। ফলে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন।

ট্রেনের সময়

ট্রেন চলাচলের সময় অপরিবর্তিত থাকছে। মুখ্যমন্ত্রীর কথায়,”১১টার মধ্যে বাড়ি তো পৌঁছতে হবে। তাই সময়ে কোনও বদল হচ্ছে না।”

Topics

Mamata Banerjee  Covid19 Vaccine  Administration Kolkata

Related Articles

Leave a Comment