Home ভিডিও জেনে নিন ২০২২-২৩ অর্থবছরের জন্য কেন্দ্রীয় বাজেটে কি রয়েছে দেশবাসীর জন্য

জেনে নিন ২০২২-২৩ অর্থবছরের জন্য কেন্দ্রীয় বাজেটে কি রয়েছে দেশবাসীর জন্য

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ দেশের সাধারণ বাজেট পেশ করেছেন। সীতারামন বলেছেন যে, এই বাজেট থেকেই আগামী ২৫ বছরের ভিত্তি স্থাপন করা হবে। নির্মলা সীতারামন জানান, গত দুই বছরের বাজেটেই বেশ কিছু শুল্ক ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল। এই বাজেটেও সেই প্রবণতাকেই এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৩৫০টিরও বেশি পণ্যকে পর্যায়ক্রমে শুল্ক ছাড়ের আওতায় আনা হবে। এর মধ্যে রয়েছে কিছু কৃষিজাত পণ্য, রাসায়নিক, কাপড়, চিকিৎসা যন্ত্র এবং ওষুধ। ২০২২ সালের বাজেটে নির্মলা সীতারামন কি চমক রেখেছেন এক নজরে দেখে নেওয়া যাক-

দাম কমল –

– বস্ত্র, জুতো, চটি

– রত্ন পাথর এবং হীরা

– ইমিটেশন জুয়েলারি

– দেশিয় ইলেকট্রনিক যন্ত্র

– মোবাইল ফোন, মোবাইল ফোন চার্জার

– পেট্রোলিয়াম পণ্যের জন্য প্রয়োজনীয় রাসায়নিক

– মিথানল সহ কিছু রাসায়নিক

– ইস্পাতের ছাঁট

দাম বাড়ল

– সমস্ত আমদানিকৃত পণ্য

– ছাতা

– বিদেশ থেকে আনা ইলেকট্রনিক যন্ত্র

– বিদেশ থেকে আনা কৃষি-ষন্ত্র

বাজেটে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি হল-

-আয়কর কাঠামোয় বদল নেই।আয়কর কাঠামোয় কোনও বদল নেই। একই থাকছে ব্যক্তিগত কর কাঠামো। ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

-জাতীয় পেনশন প্রকল্পে করছাড়।জাতীয় পেনশন প্রকল্পে করছাড় বেড়ে হল ১৪ শতাংশ।

-আয়করে ছাড় পেনশনভোগীদের।বিশেষ ভাবে সক্ষমদের জন্য করছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে। আয়করে ছাড় দেওয়া হচ্ছে পেনশনভোগীদের। ডিজিটাল সম্পত্তির লেনদেনে ৩০ শতাংশ আয়কর।

-সারচার্জ কমল কো-অপারেটিভগুলির
।কো-অপারেটিভগুলির সারচার্জ ১২ শতাংশ থেকে কমে হল ৭ শতাংশ।

-কর্পোরেট কর ১৮ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ হল।

-করদাতারা ২ বছরের মধ্যে আপডেট রিটার্ন ফাইল করতে পারেন। ভুল সংশোধন করে ২ বছরের মধ্যে এই আপডেট রিটার্ন ফাইল করতে পারবেন করদাতারা।

-ডিজিটাল মুদ্রা চালু হল।
আরবিআই-এর অধীনে ডিজিটাল মুদ্রা চালু করা হবে। ক্রিপ্টোকারেন্সির মতো ব্লকচেন পদ্ধতিতে এই মুদ্রা লেনদেনের তথ্য রাখা হবে।

-৮টি ভাষায় জমি রেকর্ডের নথি

-সমস্ত সরকারি ক্রয়ের জন্য অনলাইন ই-বিল-এর সুবিধা করা হল। ৮টি ভাষায় জমি রেকর্ডের নথি রাখা হবে, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

-প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২০২২-২৩-এ বাড়ি পাবেন ৮০ লক্ষ পরিবার। এর জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথ ভাবে করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ২০২২-২৪ এর জন্য ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

-দেড় লক্ষ পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিংয়ের সঙ্গে সংযুক্তি

-২০২২-এ প্রতিটি পোস্ট অফিস কোর ব্যাঙ্কিং করতে পারবে। দেড় লক্ষ পোস্ট অফিসকে ব্যাঙ্কিং ব্যবস্থার অধীন আনা হল। এই পোস্ট অফিসগুলিতে নেট ব্যাঙ্কিং, অনলাইন ব্যাঙ্কিং, এটিএমের সুবিধা পাওয়া যাবে।

বিরোধীদের কটাক্ষের মাঝেও এই বাজেট নিয়ে যথেষ্ট আশাবাদী মোদি সরকার ।তবে দেখার আগামী দিনে মোদি সরকারের এই বাজেট সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পারে কিনা, সে দিকেই নজর রয়েছে দেশবাসীর।

Topics

Parliament Budget Session Nirmala Sitharaman  Administration Kolkata

Related Articles

Leave a Comment