Home রাজনৈতিক জ্যোতিবাবুর ‘হোপ ৮৬’-কে ফেরাল সিপিএম, নতুন প্যারোডিতে ঊষার ‘উরি উরি বাবা’

জ্যোতিবাবুর ‘হোপ ৮৬’-কে ফেরাল সিপিএম, নতুন প্যারোডিতে ঊষার ‘উরি উরি বাবা’

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সাড়ে তিন দশক আগের ‘হোপ ৮৬’ মনে পড়ে! সিপিএমের বিশুদ্ধবাদী সংস্কৃতি মনোভাবাপন্ন ব্যক্তিরা নিন্দা করেছিলেন। সেদিন ঊষা উত্থুপের ‘উরি উরি বাবা’ গানকে অপসংস্কৃতি বলেছিলেন।

যুবভারতীতে ঊষার সেই নাইট শো-তে সেদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সেদিন তিনি পুরো গান শুনেছিলেন। পুরো অনুষ্ঠান দেখেছিলেন। কিন্তু ঊষা উত্থুপের ‘উরি উরি বাবা’ গানে কোনও অপসংস্কৃতি দেখেননি জ্যোতিবাবু। আসলে ‘হোপ ছিয়াশি’ অনুষ্ঠানের মূল হোতা ছিলেন জ্যোতিবাবুর স্নেহধন্য সুভাষ চক্রবর্তী। আর এই ‘নাইট শো’-র অনুমোদন দিয়েছিলেন জ্যোতিবাবুই।

৩৫ বছর পর একুশের ভোট প্রচারে সিপিএম যখন প্যারোডিকে অভ্যাসে পরিণত করে ফেলেছে তখন রবিবাসরীয় রাতে ঊষার সেই বিখ্যাত গান নতুন আঙ্গিকে বাজারে আনল আলিমুদ্দিন স্ট্রিটের সাইবার সেল। ঊষার সেই কালজয়ী গান ‘উরি উরি বাবা’র সুরে গাওয়া হয়েছে,’উরি উরি বাবা বিজেমূল!’ যা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেতেই ভাইরাল।

গানটি ডুয়েট প্যারোডি। গেয়েছেন এসএফআই নেত্রী রিয়া দে ও নীলাব্জ নিয়োগী। গানটি লিখেছেন রাহুল পাল। ঊষা উত্থুপ একটা সময় ছিলেন বাম ঘনিষ্ঠ। নন্দীগ্রাম আন্দোলনের সময় তৎকালীন বাম সরকারের বিরোধী মিছিলে পা মিলিয়েছিলেন। আবার অতি সম্প্রতি গত ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তীতে ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে গান গেয়েছিলেন ঊষা উত্থুপ। ভোটের বাজারে তাঁর গানকেই প্যারোডি করল সিপিএম।

Related Articles

Leave a Comment