কলকাতা টুডে ব্যুরো: শুক্রবার মেয়র পরিষদের বৈঠকে ফিরহাদ হাকিম জানালেন কলকাতায় বর্তমানে ২০০০ একরের বেশি জমি ঠিকা আওতায় রয়েছে। এতদিন বাড়ি নির্মাণের জন্য ব্যাঙ্কের ঋণ পেতেন না ঠিকা প্রজারা। কিন্তু, এ বার থেকে আবেদন জানালে ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার ব্যবস্থা করে দেবে পুরসভাই।
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
ঠিকা জমিতে একমাসের মধ্যে বহুতল নির্মাণের অনুমতি পাবেন ঠিকা প্রজারা । নিয়ম মেনে ভাড়াটিয়াদের অনুমতি ও তথ্য-সহ কলকাতা পৌরনিগমের ঠিকা সেলে আবেদন করতে হবে । দোতলা পর্যন্ত নয়, এখন পৌর আইনের মতোই আরও বেশি তল নির্মাণ করতে পারবেন তাঁরা । মিলবে ব্যাঙ্কের ঋণও । শুক্রবার কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ বৈঠক শেষে ঠিকা আইনের এমন অনেক সরলীকরণ করার সিদ্ধান্তের কথা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম
আরও পড়ুনঃ আগামী দু-তিন মাসের মধ্যে খুলতে চলেছে টালা ব্রিজ
এছাড়াও ফিরহাদ এদিন বলেন, “কলকাতা পৌরসভার প্রধান কার্যালয়ে পেপারলেস ওয়ার্ক অর্থাৎ কাগজপত্র ছাড়া কাজ করা হবে । এবার থেকে ই-ফাইল মারফৎ কাজ হবে । আর কাগজপত্রের ফাইল নয়, এক বিভাগ থেকে আরেক বিভাগে ফাইল পৌঁছবে এক ক্লিকেই । কতদিন ফাইল পড়ে থাকছে তা জানতে তৈরি হয়েছে ফাইল ট্র্যাকার । পৌরসভার কাজকর্মে দ্রুত গতি ও স্বচ্ছতার পাশাপাশি করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং ওয়ার্ক ফ্রম হোম কাজের সুবিধার জন্যই এই ব্যবস্থা । প্রধান কার্যালয়ের সমস্ত বিভাগেই ই-ফাইল চালু হয়েছে । ভবিষ্যতে সমস্ত বরো ও ওয়ার্ড অফিস ই-ফাইলের আওতায় আনবে পৌরসভা ।”
পুরসভার মধ্যস্থতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত করতেই এই পদক্ষেপ। পাশাপাশি, ঠিকা আইনে একটি নতুন ধারা সংযুক্ত করা হয়েছে। এই নতুন ধারায় কলকাতা ও হাওড়া পুরসভা একক অথবা যৌথ উদ্যোগে সংশ্লিষ্ট ঠিকা জমিতে উন্নয়নের কাজ করতে পারবে।
Topics
Firhad Hakim Mayor KMC Administration Kolkats