কলকাতা টুডে ব্যুরো: “যেখানে যেখানে বিজেপি সরকার আছে, সেই রাজ্যগুলিতে গিয়ে জোড়াফুল প্রতিষ্ঠা করব।”সামশেরগঞ্জে ভোট প্রচারে গিয়ে এই ভাবেই কার্যত বিজেপি কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ ’পার্টির নিয়মনীতি মেনে চলা উচিত’, হিরণময় কে কটাক্ষের সুরে বললেন দিলীপ
তিনি বলেন,”বিকল্প হিসাবে তৃণমূলের আশেপাশে কেউ নেই। আচ্ছে দিনের নাম করে, সব বেসরকারিকরণ করা হচ্ছে। রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম দেখুন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দেখুন। এই আচ্ছে দিনের নমুনা! মুর্শিদাবাদ থেকে ২৪ লক্ষ মানুষ দুয়ারে সরকারে নাম লিখিয়েছেন। দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট চালু হয়েছে।”
আরও পড়ুনঃ ‘জ্বরে ভয় পাবেন না, খাওয়া দাওয়া ভাল করে করুন,’ পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ক্ষেত্রে খতিয়ান টেনে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন,”মমতা বন্দ্যোপাধ্যায় , পরিবারের সমস্ত মহিলার হাতে মাসিক আয় তুলে দিয়েছেন। দুয়ারে ভাষণ নয়, দুয়ারে রেশন চেয়েছিলেন- তাই হবে, অতি শীঘ্রই। এটাই পার্থক্য বহিরাগত বনাম বাংলার মেয়ের প্রতিশ্রুতিতে। যা কথা দেওয়া হয়, তাই হচ্ছে। ডবল ইঞ্জিন সরকার মানে, এখানেও চুরি করবে, দিল্লিতেও চুরি করবে। সিবিআই ইডি দিয়ে ধমকানো যাবে না।”
Topics
Abhishek Banerjee BJP TMC Administration Kolkata