Home ভিডিও ডিভিসির কাছে এবার ক্ষতিপূরণ চাইবে রাজ্য, নবান্নে বললেন মমতা

ডিভিসির কাছে এবার ক্ষতিপূরণ চাইবে রাজ্য, নবান্নে বললেন মমতা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শনিবার রাজ্যে বন্যা পরিস্থিতির পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে ফিরে সাংবাদিক বৈঠক করে তিনি ডিভিসি-কে নিশানা করেন। মমতা বলেন,”যেভাবে এবার জল ছাড়া হয়েছে তা বড় অপরাধ। এক সঙ্গে এত জল ছাড়া হয়েছে যা জীবনে কখনও হয়নি। আগে হয়েছে কিনা জানি না।”
ডিভিসি-কে বিঁধে তিনি বলেন,”আমরা সাড়ে ৩ লক্ষের উপর পুকুর কেটেছি। সাড়ে পাঁচশো কোটি খরচ করে চেকড্যাম ক্লিন করেছি। জল ছেড়ে একটা বছরে চারবার ফ্লাড করে দিয়েছে। দু’বছরে চার-পাঁচটি ঘূর্ণিঝড় সামলেছি। এটা অপরাধ ছাড়া কী হতে পারে! আগে থেকে কেন কথা বলে জল ছাড়ছ না? যে-ই ঝাড়খন্ডে বৃষ্টি হচ্ছে সব জলটা বাংলায় ছেড়ে দিচ্ছে। ঝাড়খন্ড সরকারকে বলব বাঁধগুলি সংস্কার করুন। জল ছেড়ে আমাদের লোকেদের মৃত্যুর মুখে ঠেলে দেবেন না।” ডিভিসি-র কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়ার ভাবনাচিন্তাও করছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য,”ডিভিসি প্রতিবার জল ছেড়ে ডোবাবে। কেন বাঁধ মেরামত করবে না? কেন ড্রেজিং করবে না? আসানসোল, কলকাতায় জল নেমে গিয়েছে। আমরা এবার ঠিক করেছি ক্ষতিপূরণ চাইব।”
মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন ডিভিসির বিষয়ে তারা কেন্দ্রকে বলবেন। তিনি বলেন”কেন্দ্রকে বলব ডিভিসির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক। অনেকবার চিঠি লিখেছি প্রধানমন্ত্রীকে। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে সেচ দফতরের দল দেখা করে এসেছে। প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। প্রধানমন্ত্রীকে আবেদন করব, প্লিজ টেক সিরিয়াস কেয়ার।”
শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী পুরভোট হওয়ার ইঙ্গিত দেন।তিনি বলেছেন, ‘এই নির্বাচনটা শেষ হলে আবার আমাদের অন্য ভোট করতে হবে’। অর্থাৎ, পুজোর পরে অক্টোবরের শেষে ৪টি বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন বাকি রয়েছে, তা মিটলেই পুরভোট হতে পারে বলে ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রীর কথায়।
Topics
Mamata Banerjee  Chief Minister Flood  DVC  Administration Kolkata

Related Articles

Leave a Comment