কলকাতা, ৩১ জানুয়ারি: বিজেপির মেগা সভায় ভুল জাতীয় সঙ্গীত পরিবেশনের অভিযোগ উঠল। যা নিয়ে টুইটারে সরব হয়েছেন যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘বিজেপি নেতারা মুখে জাতীয়তাবাদ আর দেশপ্রেম নিয়ে বড় বড় কথা বলে। অথচ নির্ভুলভাবে জাতীয় সংগীতই গাইতে পারেন না।’
রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির এযাবৎকালের মধ্যে মেগা সভা ছিল। তাছাড়া, বিজেপিতে যোগ দেওয়ার পরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের এটা প্রথম সভা ছিল। ওই মঞ্চে হেভিওয়েট নেতা, মন্ত্রী ছিলেন। হাজির ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং দেবশ্রী চৌধুরী। ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলের অন্যতম সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, জাতীয় সহ সভাপতি মুকুল রায়। শুভেন্দু অধিকারীর মতো নেতারা। সেখানেই ভুল জাতীয় সংগীত গাওয়া হল৷
বিজেপি নেতা-নেত্রীদের গাওয়া সেই জাতীয় সংগীতের ভিডিওটি পোস্ট করে ভুল জায়গাটি ধরিয়ে দেন অভিষেক। যেখানে গানের শেষভাগে ‘জনগণ মঙ্গলদায়ক…’র পরিবর্তে ‘জনগণমন অধিনায়ক’ শব্দগুলি ভেসে আসে। ভিডিও পোস্ট করে তীব্র আক্রমণ শানান অভিষেক। লেখেন, ‘যাঁরা জাতীয়তাবাদ আর দেশপ্রেম নিয়ে কথা বলেন, তাঁরা আমাদের দেশের জাতীয় সংগীতটাও সঠিকভাবে গাইতে পারেন না। এই দলই আবার দেশকে গর্বিত করার কথা বলে। এই ‘দেশবিরোধী’ কাজের জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ ও বিজেপি কি ক্ষমা চাইবে?’
প্রসঙ্গত, এত হেভিওয়েট নেতার উপস্থিতিতে জাতীয় সঙ্গীত পরিবেশন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যাঁরা মাইকে জাতীয় সঙ্গীত গেয়েছেন, বিজেপির তরফে যাঁদেরকে দায়িত্ব দেওয়া হয়ে তাঁদের যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠছে।