Home বিনোদন ‘তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল’, লতা মঙ্গেশকরের প্রয়ানের শোক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

‘তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল’, লতা মঙ্গেশকরের প্রয়ানের শোক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:’তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল’, ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শোকবার্তায় মুখ্যমন্ত্রী এদিন লিখেছেন, ”ভারতের প্রয়াত আইকন, ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার হৃদয়গ্রাহী শ্রদ্ধা জানাই। তাঁর পরিবার এবং কোটি কোটি গুণমুগ্ধের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ভারতের নাইটিঙ্গেলের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি। গোটা পৃথিবী জুড়ে তাঁর সমস্ত ভক্ত এবং অনুগামীদের মতো, আমিও তাঁর কণ্ঠস্বরে মুগ্ধ হয়েছিলাম এবং কৃতজ্ঞ বোধ করেছিলাম। তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল।”

 

২৭ দিনের লড়াই স্তব্ধ হল। প্রয়াত হলে লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। কদিন আগেই মিলেছে করোনা নেগেটিভ হওয়ার খবর। কিন্তু, নিউমোনিয়ার জন্য বাড়ছে জটিলতা। তাঁর শারীরিক অবস্থা কখনও স্থিতিশীল হচ্ছে, তো কখনও অসুস্থতার খবর মিলছে। গতকাল আইসিইউ-তে ভর্তি করা হয় শিল্পীকে।রবিবার সকালে প্রয়াত হন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

১৯২৯ সালে ২৮ সেপ্টেম্বর এক মারাঠি পরিবারে জন্ম হয় লতা মঙ্গেশকরের । মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান। বাবার কাছেই তঁর গান শেখা শুরু। ১৩-১৪ বছর বয়স থেকে সিনেমায় গান হওয়া শুরু। মুম্বই যাওয়ার পর ১৯৪৮ সালে প্রথম হিন্দি ছবি মজবুর-এ গান গেয়েছিলেন তিনি। তার আগে মারাঠি ছবির জন্য প্লে ব্যাক করেন। এরপর একে একে হিট গান দর্শকদের উপহার দিয়ে চলেছেন। তাঁর গাওয়া সেরা গানগুলোর তালিকা তৈরি করা বেশ কঠিন। ২৫ হাজারেরও বেশি গান গেয়েছিলেন শিল্পী। ১৯৪২ থেকে ২০১৫ পর্যম্ত এতের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন সুর সম্রাজ্ঞী। তার চয়ে যাওয়া যেন স্বর্ণ যুগের অবশান হল। দেশের এত বড় ক্ষতি কখনও পুরণ হবে না, এমনই মত সকলের।

Topics

Lata Mangeshkar Singer  Bollywood Celebrity Entertainment no

Related Articles