Home সংবাদ তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা মমতার

তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা মমতার

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:তৃণমূল কংগ্রেসে নতুন করে গড়া হল রাজ্য কমিটি। সেই কমিটিতে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন হল ঠিকই, কিন্তু রাজ্য কমিটির সর্বোচ্চ পদে রয়ে গেলেন সেই সু্ব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য কমিটিতে আনা হল সাংসদ সৌগত রায়কে। আর গড়া হল শৃঙ্খলারক্ষা কমিটি। একইসঙ্গে মিডিয়া সেলও গড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।ফের মহাসচিব হলেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন সুব্রত বক্সি। শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় , পার্থ চট্টোপাধ্যায়।

সহ-সভাপতি- অমিত মিত্র
রাজ্যের মহিলা সভাপতি- চন্দ্রিমা ভট্টাচার্য
রাজ্য কমিটির সহ-সভাপতি –  সৌগত রায়, ব্রাত্য বসু, দেব অর্থাৎ দীপক অধিকারী, শতাব্দী রায়, আবদুল করিম, ডেরেক ও ব্রায়েন-সহ অন্যান্যরা।
সাধারণ সম্পাদক- ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার,শশী পাঁজা, প্রতিমা মণ্ডল, কৃষ্ণ কল্যাণী, রবি টুডু,  তন্ময় ঘোষ ও অন্যান্যরা।

সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান – রাজ চক্রবর্তী
মিডিয়া সেলের দায়িত্বে- কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, ও অন্যান্যরা।
ছাত্র পরিষদের চেয়ারম্যান- জয়া দত্ত
সভাপতি- ত্রিনাঙ্কুর ভট্টাচার্য

বনগাঁ জেলার সভাপতি – গোপাল শেঠ
নদিয়া উত্তরের সভাপতি- কল্লোল খান।

Topics

Mamata Banerjee BJP TMC Administration Kolkata

Related Articles