Home ভিডিও তৃনমূলের নতুন ডাক কাস্তে হাতুড়ি বেচে থাক’, আক্রমণ সুকান্তর

তৃনমূলের নতুন ডাক কাস্তে হাতুড়ি বেচে থাক’, আক্রমণ সুকান্তর

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:এই যেন নেই রাজ্য। অবসরকারীদের মাইনে বন্ধ। এসএসসির একাধিক প্যানেল বাতিল হয়ে যাচ্ছে। সিবিআই তদন্ত করতে বলছে আদালত। জনগনের রায়ের সময় সেই পুলিসকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এইভাবে কড়া ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন,” আমাদের সঙ্গে নাকি তৃনমূলের গটআপ আছে,সিপিএমের বন্ধুরা বলে,কিন্তু এখন দেখা যাচ্ছে ১০টার মধ্যে ৮টা তৃনমূলে দিলে ২টো সিপিএমকে দিচ্ছে।

কটাক্ষ করে তিনি বললেন,” ফিসফ্রাই তত্ত্ব আবার ফিরে এসেছে।
তৃনমূলের নতুন ডাক,কাস্তে হাতুড়ি বেচে থাক তৃনমূলের নতুন স্লোগান।
অলিখিত জরুরি অবস্থা চলছে বিজেপি করা যাবে না,সিপিএম করা যেতে পারে। এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে,লিখিতভাবে প্রয়োজনে দেবেন সরাসরি দিতে না পারলে, গণতন্ত্র রক্ষার লড়াই আমাদের কারণ আমরা প্রধান বিরোধী দল। দল সবার,দল ব্যাক্তির নয়,আজ এখানে আছি কাল ওখানে বসবো,দলের সিদ্ধান্ত সবাইকে নিয়ে,টিমওর্যাক,সেটা ঠিক হতে পারে ভুল হতে পারে।
সাংগঠনিক দল। সবাই মিলে পশ্চিমবঙ্গকে বাঁচাবো।”

Topics

Sukanta Majumdar BJP TMC Administration Kolkata

Related Articles