Home ভিডিও ‘তৃনমূল এখন গড়তে নয় ভাঙতে ব্যাস্ত’ ,কটাক্ষ শমীকের

‘তৃনমূল এখন গড়তে নয় ভাঙতে ব্যাস্ত’ ,কটাক্ষ শমীকের

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো: বুধবার এক সাংবাদিকদের বৈঠকে তৃণমূলের কটাক্ষ করলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে বললেন, “তিনি দল ভাঙানোর নেতা হয়ে উঠেছেন। তিনিই স্পিকারের উপস্থিতিতে বিধানসভায় অন্য দলের কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন।”

এদিনে তৃণমূলের প্রতি ক্ষোভ উগরে দিলেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি এদিন মুখ্যমন্ত্রীর মন্তব্য থেকে শুরু করে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে কটাক্ষ ছুঁড়ে দিলেন । এদিনে উত্তর প্রদেশের রাজনীতির ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন মমতা ব্যানার্জি মঙ্গল গ্রহে জল পেয়েছে তাই উত্তর প্রদেশে জেতার জকথা বলছে । এছাড়াও তেলের দাম বৃদ্ধি নিয়ে দলের পক্ষ থেকে মতামত প্রকাশ করেন বিজেপি নেতা। এদিন বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, “পার্থ চট্টোপাধ্যায়কে অনেক অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ।” এদিন বিধানসভায় তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসন পেয়েছিল বিজেপি। বিধানসভা নির্বাচনের পর অনেকে বিজেপি থেকে বেরিয়ে গিয়েছেন। তিনি বলেছেন যে এখন দেখা যাবে ৭৭ থেকে তা ৩০ এ এসে দাঁড়াতে পারে।
পার্থ চট্টোপাধ্যায়ের এইউ বক্তব্যের প্রত্যুত্তরে তিনি তাঁকে ধন্যবাদ জানিয়ে শমীক বলেন, “পরিষদীয় মন্ত্রী হিসেবে তিনি এই বক্তব্য রেখে তৃণমূলের রাজনৈতিক দর্শন,তৃণমূলের দল পরিচালনা করা এবং সংসদীয় রাজনীতির প্রতি কতটা তৃণমূলের আস্থা তিনি প্রমাণ করেছেন। তিনি দল ভাঙানোর নেতা হয়ে উঠেছেন।” উল্লেখ্য, ২১ এর বিধানসভা নির্বাচনের পর একের পর এক নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেই তালিকায় মুকুল রায়, সব্যসাচী দত্ত সহ আরও অনেকে ছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করছিলেন যে উত্তর প্রদেশে এইবার নিজের গদি টিকিয়ে রাখতে পারবে না বিজেপি। তাঁর জবাবে বিজেপি নেতা বলেছেন, “তৃণমূল কংগ্রেস বলতেই পারে যে তারা মঙ্গলগ্রহে জলের সন্ধান পেয়েছে। তৃণমূল কংগ্রেস কী বলল তাতে উত্তর প্রদেশের রাজনীতিতে খুব একটা কিছু যায় আসে না। উত্তর প্রদেশের মানুষ দেশের প্রধানমন্ত্রীকে চেনেন। তাঁরা গত পাঁচ বছর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার পরিচালনা দেখেছেন। তাঁরা নিশ্চিতভাবেই বিরাট সাফল্য তাঁকে দেবেন।” তিনি আরও বলেছেন, “অনেক বড় ব্যবধানে উত্তর প্রদেশে বিজেপি সরকার তৈরি করবে।”

Topics

Samik Bhattcharya BJP TMC Administration Kolkata

Related Articles