Home ভিডিও ত্রিপুরায় পা রেখেই বিপ্লব সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিষেক

ত্রিপুরায় পা রেখেই বিপ্লব সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিষেক

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রবিবার ত্রিপুরায় পা রেখেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।আগরতলায় পা রেখেই বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক।তিনি বলেন, ‘‌ত্রিপুরায় প্রধান বিরোধী দল এখন তৃণমূল কংগ্রেস। এখানে দুয়ারে গুণ্ডা মডেল চালাচ্ছে বিজেপি। মাত্র তিন মাসের মধ্যে ২৪ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরাকে হার্মাদ–উন্মাদের উল্লাসমঞ্চ করে ফেলেছে বিজেপি। কিন্তু ত্রিপুরায় বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না।’

আরও পড়ুন :বাংলায় ওমিক্রন আক্রান্ত আরও ১

বিপ্লব দেবের প্রশাসন আজ বড়মুড়া ইকো পার্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বর্ধনা অনুষ্ঠানের অনুমতি দেয়নি। সঙ্গে সঙ্গে টুইট করে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস। আর বিদেপিকে চ্যালেঞ্জও জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

ত্রিপুরায় বেশ কয়েকটি কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা অভিষেকের। ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছেছেন তিনি। তাঁকে সেখানে স্বাগত জানান রাজ্য তৃণমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক। ছিলেন সাংসদ সুস্মিতা দেবও।  আগরতলায় চতুর্দশ দেবতার মন্দিরে পুজো দিয়ে এবারের ত্রিপুরা সফর শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Topics

Tripura  Abhishek Banerjee  BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment