কলকাতা টুডে ব্যুরো:অবশেষে দলত্যাগ করলেন ত্রিপুরার বিজেপি নেতা সুদীপ রায় বর্মণ। সোমবার বিধানসভার সদস্যপদ ত্যাগ করেন সুদীপ এবং আশিস কুমার।
আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা -য় বড় ধাক্কা খেলে বিজেপি। কংগ্রেস, তৃণমূলের বিদ্রোহী সুদীপ রায় বর্মনকে দলে টেনে ত্রিপুরায় পদ্ম ফুটিয়েছিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহ। ত্রিপুরা রাজনীতির বড় নাম সুদীপ রায় বর্মন বিজেপিকে রাজ্যে সিংহাসনে বসাতে বড় ভূমিকা নিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিবাদের জেরে বিজেপি ছাড়লেন সেই সুদীপ রায় বর্মন।
বিধায়ক পদ থেকে ইস্তফার পাশাপাশি বিজেপির সদস্য পদও ছেড়েছেন সুদীপ। ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা আগরতলার দীর্ঘ ২৪ বছরের বিধায়ক সুদীপ রায়বর্মনের ঘনিষ্ঠ আরও এক বিধায়ক আশীষ দাসও বিজেপি ছেড়েছেন।
Topics
Tripura Sudeep Roy Burman BJP TMC Administration Kolkata