Home সংবাদ ‘দলের অনেক খারাপ সময়ের নেতা রীতেশ,’ বললেন তথাগত রায়

‘দলের অনেক খারাপ সময়ের নেতা রীতেশ,’ বললেন তথাগত রায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শোকজের জবাব দেওয়ার ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করছেন না দুই পদ্ম নেতা।

রীতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদার বলে জানা যাচ্ছে।এবার বিক্ষুব্ধ রীতেশের পাশে দাঁড়ালেন তথাগত রায় ।

সোমবার রীতেশের সমর্থনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার তথাগত রায় বলেছেন, “রীতেশ বহু পুরানো দিনের কর্মী। রীতেশ যখন পার্টিতে এসেছে, তখন পার্টি খুব ছোট ছিল। ফলে ক্ষমতার স্বাদে রীতেশ পার্টিতে আসেনি।”

রিতেশের পক্ষে সওয়াল করে তথাগত রায় আরও বললেন ,”এমন ধরনের জিনিস কখনও বিজেপিতে দেখা যায় না। পক্ষে বিপক্ষে পোষ্টার। গোটা জগত সংসার জানে শোকজ নোটিস পেয়েছে। ‌এটা কী করে সম্ভব?” সেই সঙ্গে রীতেশের পাশে দাঁড়িয়ে তাঁর আরও বক্তব্য, “কী কারণে শোকজ করা হয়েছে, তার পূর্ণাঙ্গ কারণ উল্লেখ করা হয়নি। দলের অনেক খারাপ সময়ের নেতা রীতেশ। দলের একনিষ্ঠ কর্মী রীতেশ।”

Topics

Tathagata Roy  Ritesh Tiwary BJP Administration Kolkata

Related Articles

Leave a Comment