কলকাতা টুডে ব্যুরো:পাঁচ বছর পর হল তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। দলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনর্নির্বাচন সম্পন্ন হল। এদিন দুপুর ১২ টা থেকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া। তৃণমূলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়ার সাক্ষী হওয়ার জন্য বিরোধী দলগুলিকেও আমন্ত্রণ জানানো হয় তৃণমূলের তরফে। তবে আমন্ত্রিতদের তালিকায় বাদ ছিল বিজেপি।
জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, যেকোনও রাজনৈতিক দলকে তিন থেকে পাঁচ বছরের মধ্যে সাংগঠনিক নির্বাচন করতে হয়। সেই কাঠামো জমা দিতে হয় নির্বাচন কমিশনে। তৃণমূল কংগ্রেসের শেষ সাংগঠনিক নির্বাচন হয় ২০১৭ সালে। পাঁচ বছর পর ২০২২ সালে আবার হতে চলেছে এই নির্বাচন। বুধবারের নির্বাচন হবে প্রধান পদের জন্য। এই পদে দলের জন্মলগ্ন থেকে চেয়ারপারসন হিসেবে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন এরপরে কবে বাকি পদের নির্বাচন হবে এবং তা কোন নিয়মে হবে।
এখান থেকেই বিজেপি, রাজ্যপাল–সহ নানা বিষয়ে মুখ খুলেছেন তিনি। বিজেপিকে চু–কিত–কিত দল বলে আক্রমণ করেছেন তিনি। আবার ঘোড়ার পাল বলেছেন নাম না করে। এমনকী লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে লড়াই করবেন বলেছেন। তৃণমূল কংগ্রেসের প্রথম ওয়ার্কিং কমিটির বৈঠক নয়াদিল্লিতে হবে বলেও তিনি জানান।
এতদিন মুখপত্রে কংগ্রেসকে তুলোধনা করা হচ্ছিল তৃণমূল কংগ্রেস। এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল কংগ্রেসকে বাদ দিয়ে একলা চলার কথা। সম্প্রতি গোয়ায় কংগ্রেসকে জোট করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তা নিয়ে কংগ্রেস রাজনীতি করেছে। পি চিদম্বরমকে কটাক্ষ করতে শোনা গিয়েছিল। এবার তাই কংগ্রেসকে বাদ দিয়ে একলা লড়াইয়ের ডাক দিলেন তিনি।
এদিন তিনি নির্বাচিত হওয়ার পর বলেন, ‘আমার দুঃখ হয় কংগ্রেসকে দেখে। মেঘালয়ে বিজেপির হয়ে ভোট করেছে ওরা। চণ্ডীগড়ে বিজেপিকে সমর্থন দিয়েছে। আমরা বলেছিলাম জোটবদ্ধ হয়ে লড়াইয়ের কথা। কিন্তু ওদের অহংয়ের জন্য কিছু করা যায়নি। আমাকে তাই রবি ঠাকুরের কথা বলতে হচ্ছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।’
Topics
Mamata Banerjee BJP TMC Administration Kolkata