কলকাতা টুডে ব্যুরো: বিজেপির অন্দরে ত্রিমুখী লড়াই সামলাতে পারছেন না সুকান্ত-শুভেন্দু। এভাবে ফের পদ্ম শিবিরকে আক্রমণ করল তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলা।সেখানে দিলীপ নেতৃত্ব ও সাংগঠনিক ক্যারিশ্মার পক্ষে সওয়ালও করা হয়েছে জাগো বাংলায়।
আরও পড়ুন : করোনা আক্রান্ত সৌরভ-কন্যা সানা
সম্পাদকীয়তে বলা হয়েছে, “ত্রিফলা সামলানো সুকান্ত মজুমদারের মতো সদ্য কৈশোরে পা দেওয়া রাজনীতিবিদের পক্ষে সম্ভব নয়। তবু দিলীপ ঘোষ থাকলে একটা কথা ছিল।” বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে লেখা হয়েছে, “শুভেন্দুর সমস্যা হচ্ছে শ্যাম রাখি না কুল রাখি। এলাকায় নিজের অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে নাকানিচোবানি খাচ্ছেন। তৃণমূলের ছত্রছায়ায় থাকার সময়ে বুঝতে পারেননি কত ধানে কত চাল! এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন।”
আরও পড়ুন : আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানাল হাওয়া অফিস
জাগো বাংলায় খোঁচা দেওয়া হয়েছে, “দলের দুই বর্ষীয়ান নেতা জয়প্রকাশ ও প্রতাপ গোপন বৈঠক করে স্ট্র্যাটেজি সাজাচ্ছেন।”
Topics
Dilip Ghosh BJP TMC Administration Kolkata