নয়াদিল্লি, ২৬ জানুয়ারি: দিল্লিতে সংঘর্ষের পরেই উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে বৈঠক হয়। বৈঠকের পরই রাজধানীতে মোতায়েন করা হয়েছে আধাসেনা। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তার জন্যই এই ব্যবস্থা। এদিকে বেশ কয়েক ঘণ্টা পর লালকেল্লা কৃষকদের দখলমুক্ত করেছে পুলিশ। অন্যদিকে মিছিলে সংঘর্ষের পর ট্রাক্টর আন্দোলন স্থগিত করল কৃষক সংগঠনগুলি।
এদিন নর্থ ব্লকে অমিত শাহর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লা ও দিল্লির পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব। দিল্লির বিভিন্ন জায়গায় এদিনের সংঘর্ষের বিষয়ে জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তারপরই আধাসেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, যারা মিছিল চলাকালীন হিংসা ছড়ানোর চেষ্টা করেছে তাদের চিহ্নিত করা হয়েছে। সোমবারই ১৫ কোম্পানি আধাসেনা দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছিল। যার মধ্যে ১০ কোম্পানি সিআরপিএফ। বাকি ৫ কোম্পানিকে রাখা হয়েছে। প্রয়োজন পড়লে তাদেরও ব্যবহার করা হবে।