কলকাতা টুডে ব্যুরো:‘দল ক্যাচ করে আপনার নাম কেটে দেবে।’ মঙ্গলবার নজরুল মঞ্চের মঞ্চ থেকে দলীয় কর্মীদের এই বার্তা দিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়ে দিন মমতা বললেন, দু’বার শোকজ হলেই দল থেকে বের করে দেওয়া হবে।
মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের রাজ্যস্তরের বৈঠকে রীতিমতো রেগে গিয়ে মমতা বলেন, ‘এক-একজন লোক এবং কয়েকজন নির্দল – যাঁদের ইধারও নেই, উধারও নেই। কোনও কোনও নেতা তাঁদের আবার বগলে করে নিয়ে ঘুরে বেরিয়েছেন। ঘুরে বেড়াচ্ছেন, ছবি তুলছেন। মনে রাখবেন, আমার কাছে প্রত্যেকটা খবর আছে। দলের প্রার্থীকে হারিয়ে দিয়ে নির্দলকে নিয়ে ঘোরা! ভাবছেন আপনার সুযোগ এসেছে? দলের যখন সুযোগ আসবে, তখন দল ক্যাচ করে আপনার নাম কেটে দেবে।’
মঙ্গলবার কড়া ভাষায় মমতা বলেন, ‘যেখানে দলের প্রার্থী আছে, সেখানে কীসের জন্য নির্দলকে সমর্থন জোগানো? যেখানে দলের প্রার্থী আছে, সেখানে আমি বুঝি, কেউ নেই। কাউকে একটা সাপোর্ট দিতে হয়। সেটার সিদ্ধান্তও নেবে দল। দলের প্রার্থী থাকা সত্ত্বেও দলকে হারিয়ে তারপর আপনারা নেতা হবেন? আমি সাত-আটজনের নাম দেখেছি। কেউ কেউ প্রতিদিন টিভিতে বিবৃতিও দিচ্ছেন।’
Topics
Mamata Banerjee BJP TMC Administration Kolkata