কলকাতা টুডে ব্যুরো: ‘দুয়ারে মদ’ চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই নিয়ে প্রস্তুতি কার্যত চূড়ান্ত। রাজ্যের আবগারি দফতর ‘ই-রিটেল’ পোর্টালের মাধ্যমে বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়ার জন্য চারটি পেশাদার সংস্থার সঙ্গে চুক্তি করছে। সরকারের এমন উদ্যোগে বেজায় অখুশি AIDYO।
আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
তাদের পক্ষ থেকে জানান হয়েছে, এইভাবে মদের বিক্রি বাড়লে সাংস্কৃতিক অবক্ষয়, নারী নির্যাতন, গার্হস্থ্য হিংসাও বাড়বে, গরিব মানুষ আরও নিঃস্ব হবেন। সরকারের নতুন এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে তারা এই বিক্ষোভ প্রদর্শন করেছেন।
আরও পড়ুনঃ তৃণমূল ছেড়ে পুরভোটে নির্দল প্রার্থীদের কড়া বার্তা ফিরহাদ হাকিমের
এদিন প্রায় ৬০ জন মত সমর্থক বউ বাজার মোড় থেকে মিছিল করে বিবি গাঙ্গুলী স্ট্রিট এর আবগারি দফতরের সামনে এসে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় ও একটি ডেপুটেশন কপি জমা দেয়। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে সরকারকে দুয়ারে মদ প্রকল্প বাতিল করতে হবে পরিবর্তে দেশে বেকারদের চাকরি ব্যবস্থা করতে হবে।
বিবি গাঙ্গুলী স্ট্রিট থেকে পুলিশ প্রায় 3
৩৫ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে লালবাজার নিয়ে গেল এক প্রকার পুলিশের সাথে বেশ কিছুক্ষণ ধরে ধস্তাধস্তি চলে।
Topics
AIDYO Protest Agitation Administration Kolkata