Home ভিডিও দেশজুড়ে শুরু ‘বুস্টার ডোজ’

দেশজুড়ে শুরু ‘বুস্টার ডোজ’

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:দেশের করোনা পরিস্থিতি ইতিমধ্যে পরিস্থিতি তৈরি করেছে। মুম্বই, দিল্লি, কলকাতা সহ মেট্রো শহরগুলিতে এক এক করে ফের করোনার বিধিনিষেধ লাগু হয়েছে। এই পরিস্থিতিতে রক্ষাকবচ হয়ে দাঁড়াতে পারে বুস্টার ডোজ।

আরও পড়ুনঃ ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির 

সোমবার থেকে স্বাস্থ্যসেবা কর্মী, ফ্রন্টলাইন কর্মী এবং ৬০ ঊর্ধ্ব,কো মর্বিডিটি রোগীদের ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়া হচ্ছে।বুস্টার ডোজ পেতে চলেছেন, তাদের একই টিকা দেওয়া হবে, আগে যে দুটি ডোজ পেয়েছেন। অর্থাৎ, আপনি যদি কোভিশিল্ড ভ্যাকসিনের উভয় ডোজ পেয়ে থাকেন, তাহলে বুস্টারটিও কোভিশিল্ডেরই হবে।

আরও পড়ুনঃ ‘আমাদের হাতে পর্যাপ্ত বুস্টার ডোজ নেই’, বললেন ফিরহাদ

বুস্টার ডোজ’-এর নয়া নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের

-‘বুস্টার ডোজ’ বা ‘প্রিকশনারি ডোজ’ নিতে পুনরায় রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই

-সরাসরি টিকাকরণ কেন্দ্রে গেলেই মিলবে ‘বুস্টার ডোজ’

-ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া থাকলেই মিলবে  অ্য়াপয়েন্টমেন্ট

– ৮ জানুয়ারি সন্ধ্যে থেকে শুরু হয় অ্য়াপয়েন্টমেন্ট

– ষাটোর্ধ্ব ব্যক্তি এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের দেওয়া হবে ‘বুস্টার ডোজ’ বা ‘প্রিকশনারি ডোজ’

আপনি যদি ৯ মাস আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেয়ে থাকেন, তাহলে আপনি তৃতীয় ডোজটির জন্য আবেদন করতে পারেন। যদি ৯ মাসের কম হয়ে থাকে, তবে বুস্টার ডোজ এখনও দেওয়া হবে না।

বড়দিনের সন্ধ্যেয় দেশবাসীকে বড় উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের ঘোষণা করেন। একই সঙ্গে ষাটোর্ধ্ব নাগরিক এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের প্রিকশন ডোজ দেওয়ারও কথা ঘোষণা করেন তিনি।  যেভাবে দেশজুড়ে করণা গ্রাফ ঊর্ধ্বমুখী তাতে এখন পরিস্থিতির উন্নতির জন্য বুস্টার ডোজের আশায় দেশবাসী।

Topics

Bengal Covid19 Vaccine  Health  Kolkata

Related Articles

Leave a Comment