Home খেলাধুলাক্রিকেট দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রাহানেরা

দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রাহানেরা

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতে দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রাহানে-পন্তরা। গাব্বায় অজি-দুর্গ ধ্বংস করে বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলে রেখে বৃহস্পতিবার দেশে ফিরল টিম ইন্ডিয়া। প্রথম একাদশের একাধিক ক্রিকেটার দলে না থাকলেও দুর্দান্ত এই জয় মুগ্ধ করেছে দেশবাসীকে। কুর্নিশ করছে ক্রিকেট বিশ্ব। সেই ঐতিহাসিক জয়ের নায়করা বৃহস্পতিবার দেশে ফিরলেন।

করোনা মহামারীর প্রকোপ না থাকলে নিঃসন্দেহে বিমানবন্দরে ভিড় উপচে পড়ত। তবু স্বাস্থ্যবিধি মেনে যাঁরা বিমানবন্দরে এসেছিলেন তাঁরা ইতিহাসের নায়কদের নামে জয়ধ্বনি দিলেন। দিল্লি বিমানবন্দরে নেমে ব্রিসবেন টেস্টের নায়ক ঋষভ পন্ত বলেন, ‘আমরা দারুণ খুশি সিরিজ নিজেদের দখলে রাখতে পেরে। যেভাবে সিরিজটা খেলেছি তাতে গোটা দল খুব খুশি।’ এদিন দিল্লি বিমানবন্দরে নামেন পন্ত। মুম্বই বিমানবন্দরে নামেন সিরিজ জিতে নজির গড়া অস্থায়ী অধিনায়ক অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, পৃথ্বী শ এবং কোচ রবি শাস্ত্রী।

প্রথমে আইপিএল। তার পর লম্বা অস্ট্রেলিয়া সফর। বহু ক্রিকেটারই বেশ কয়েক মাস পর দেশে ফিরলেন। ৫ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে শুরু হবে ইংল্যান্ড সিরিজ। জানুয়ারি মাসের শেষেই আবার জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়তে হবে ক্রিকেটারদের। তার আগে কিছু দিনের জন্য স্মরণীয় সিরিজ জয় সেলিব্রেট করবেন ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়া সফরে গিয়ে ওয়ানডে সিরিজ হারলেও, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ জিতেছে ভারত। সব ক’টি সিরিজেই ফল হয়েছে ২-১। এই সিরিজ থেকে একাধিক নতুন ক্রিকেটারকে পেয়ে গিয়েছে ভারত। শুভমান গিল, টি নটরাজন, মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি, শার্দূল ঠাকুরদের যেমন পাওয়া গিয়েছে, তেমনই ঋষভ পন্তকেও নতুন করে আবিষ্কার করা গিয়েছে এই সিরিজে।

Related Articles

Leave a Comment