Home ভিডিও নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা করলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা করলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:নজরুল মঞ্চে মঙ্গলবার ছিল তৃণমূলের কর্মসমিতির বৈঠক। এই বৈঠকেই যোগ দেন বিজেপি থেকে বরখাস্ত হওয়া জয়প্রকাশ মজুমদার। নজরুল মঞ্চ থেকে নারী দিবসে সারা পৃথিবীর ভাইবোনদের অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন মা বোনেরা শান্তির প্রতীক। তাই যুদ্ধ নয় শান্তি হোক। বিধানসভার ঘটনায় বিজেপির প্রবল সমালোচনা করেন তিনি। দলের বিদ্রোহী নেতাদের কড়া হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। দলের ডিসিপ্লিনারি কমিটি তৈরি করে দেন তিনি।  এছারা মঙ্গলবার নজরুল মঞ্চে দলের সাংগঠনিক সভায় একাধিক রদবদল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে একই মঞ্চে মমতার পাশে ছিলেন প্রশান্ত কিশোর।

নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা করলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

ফের মহাসচিব হলে পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন সুব্রত বক্সি।

শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় , পার্থ চট্টোপাধ্যায়।

সহ-সভাপতি- অমিত মিত্র
রাজ্যের মহিলা সভাপতি- চন্দ্রিমা ভট্টাচার্য

রাজ্য কমিটির সহ-সভাপতি –  সৌগত রায়, ব্রাত্য বসু, দেব অর্থাৎ দীপক অধিকারী, শতাব্দী রায়, আবদুল করিম, ডেরেক ও ব্রায়েন-সহ অন্যান্যরা।

সাধারণ সম্পাদক- ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার,শশী পাঁজা, প্রতিমা মণ্ডল, কৃষ্ণ কল্যাণী, রবি টুডু,  তন্ময় ঘোষ ও অন্যান্যরা।

 

মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের বর্ধিত কমিটির বৈঠকে সেইসব নির্দল প্রার্থী ও তাদের পৃষ্ঠপোষক নেতাদের কড়া হুঁশায়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,  দলের নির্দেশ যারা মানছেন না তাদের প্রত্যেকের খবর আমার কাছে রয়েছে। কিছু নির্দল আর কিছু নেতা রয়েছেন যারা এসব করছেন। ভাবছেন আপনার সুযোগ এসেছে? দল যখন সুযোগ পাবে তখন আপনার নামটা ক্যাঁচ করে কেটে দেবে। কীসের জন্য দলের কিছু নেতা এসব করছে? যেখানে দলের প্রার্থী নেই সেখানকার কথা না হয় বোঝা গেল। সেখানে না হয় কাউকে সমর্থন দিতে হয়। কিন্তু দলের প্রার্থী থাকা সত্বেও নির্দলকে জিতিয়ে নেতা হবেন! আমি ৭-৮ জনের নাম দেখেছি। কেউ কেউ টিভিতে বিবৃতিও দিচ্ছেন। আমি একটা ডিসিপ্লিনারি কমিটি তৈরি করে দিচ্ছি। সেখানে থাকবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্য়ায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য।

Topics

Mamata Banerjee  BJP  TMC  Administration Kolkata

Related Articles