নয়াদিল্লি, ১০ জানুয়ারি: বড়সড় ভুল করে বিতর্ক তৈরি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিভিন্ন রং ব্যবহার করে একটি বিশ্ব মানচিত্র প্রকাশ করে হু। সেখানে ভারত থেকে বাদ দেওয়া হয়েছে জম্মু কাশ্মীর ও লাদাখকে। এই ঘটনায় আলোড়ন পরে গিয়েছে। ব্রিটেনের প্রবাসী ভারতীয়রা যথেষ্ট ক্ষুব্ধ গোটা ঘটনায়।
এই মানচিত্র প্রকাশ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-র ওয়েবসাইটে। একটি সর্বভারতীয় সংস্থা জানাচ্ছে, নতুন দুই কেন্দ্রশাসিত অঞ্চলকে ভারতের বাইরে দেখানো হয়েছে হু-র ম্যাপে। যেখানে গোটা ভারতকে গাঢ় নীল রংয়ে সাজানো হয়েছে, সেখানে জম্মু-কাশ্মীর ও লাদাখকে ছাই রং দিয়ে চিহ্নিত করা হয়েছে।
এই ছাই রং দিয়েই চিহ্নিত করা হয়েছে আকসাই চিনকে। তবে সেখানে রয়েছে নীল রংয়ের বর্ডার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ম্যাপ প্রকাশ করা হয়েছে কোভিড-১৯ ড্যাশবোর্ডে। এই ওয়েবসাইটে কোন দেশ কতটা ক্ষতিগ্রস্ত করোনাতে তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তবে হু-র দাবি, রাষ্ট্রসংঘের দেওয়া গাইডলাইন মেনেই এই ম্যাপ প্রকাশ করা হয়েছে।
যদিও হু-র এই সাফাই মানতে নারাজ ব্রিটেনের প্রবাসী ভারতীয়রা। তাঁদের দাবি যেহেতু হু-র পিছনে আর্থিক সাহায্য চিন থেকে আসে, তাই এই ম্যাপ প্রকাশের পিছনে ষড়যন্ত্র রয়েছে বেজিংয়ের।