নিজস্ব প্রতিনিধিঃ মাঝমাঠ ও রক্ষণ আরও জমাট করতে বেঙ্গালুরু এফসি-র রিজার্ভ টিমের ডিফেন্সিভ মিডফিল্ডার অজয় ছেত্রীকে দলে নিল এসসি ইস্টবেঙ্গল। মাত্তি স্টেইনম্যানের ভারতীয় ব্যাক আপ হিসাবে মণিপুরী ফুটবলারকে দলে নিল রবি ফাওলারের দল। অজয় ছেত্রী বেঙ্গালুরু এফসি ও হায়দরাবাদ এফসি-র হয়ে দুটি করে ম্যাচ খেলেছেন আইএসএলে।
এছাড়া এক বাঙালি গোলকিপারকে নিয়েছে ইস্টবেঙ্গল। সদ্য সমাপ্ত আইএফএ শিল্ডে দুরন্ত পারফরম্যান্স করা ইউনাইটেড স্পোর্টসের গোলরক্ষক উত্তরপাড়ার ছেলে শুভম সেনকে সই করিয়েছে ফাওলারের দল। সোমবার গোয়ার উদ্দেশে রওনা হন শুভম।