নিজস্ব প্রতিনিধিঃ ভোটের আগে ঢেউয়ের মতো লোক বিজেপিতে যোগ দেবে, নতুন বছরের প্রথম দিন এমনই দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
নতুন বছরে পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপি যে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে সে কথা মনে করিয়ে দিতে ভুললেন না দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে রাজ্য বিজেপির ডাকসাইটে নেতার মন্তব্য, নতুন বছরে বিজেপিতে যোগ দেওয়ার লাইন পড়বে। ঢেউয়ের মতো লোক আসবে বিজেপিতে।
রাজ্য বিজেপি সভাপতি কঠোর সমালোচনা করেছেন তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের। গরু পাচারকাণ্ডে যিনি সিবিআই-এর নজরদারিতে। কোন্নগরে যাঁর বাড়ি সিবিআই তল্লাশি চালিয়ে সিল করে দিয়েছে।
দিলীপ ঘোষ এদিন সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘বাড়িতে রেড করার পর বিনয় মিশ্র বিখ্যাত হয়ে গিয়েছে। এরাই রাজ্যে হিংসা, দুর্নীতি, সমাজবিরোধী কাজকর্মে ইন্ধন জোগাচ্ছে। কিন্তু এর পিছনে মাস্টারমাইন্ড কে, তা আমরা সবাই জানি। সিবিআই তদন্তে সব সামনে আসবে।’