Home সংবাদ ‘নবান্নর জন্য বেড়েছে কোভিড সংক্রমণ,’ টুইট করে অভিযোগ শুভেন্দুর

‘নবান্নর জন্য বেড়েছে কোভিড সংক্রমণ,’ টুইট করে অভিযোগ শুভেন্দুর

by Kolkata Today

কলকাতা  টুডে ব্যুরো: রাজ্যজুড়ে বাড়বাড়ন্ত করোনার। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাংলার এমন অবস্থার জন্য নবান্ন কে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু টুইট করে রাজ্য সরকারকে এ পরিস্থিতির জন্য দোষারোপ করলেন।’নবান্নর জন্য বেড়েছে কোভিড সংক্রমণ। ‘ক্রিসমাস, ইংরেজি নববর্ষ উত্সব পালিত হয়েছে। পালিত হয়েছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের উত্সব।বিপর্যয় ও বেহাল জনস্বাস্থ্য ব্যবস্থায় সর্বদাই এগিয়ে বাংলা।  বিধিনিষেধের ফলে শেষ পর্যন্ত ভুগতে হবে মানুষকেই’।সংক্রমণের হার তুলে ধরে ট্যুইট শুভেন্দু অধিকারীর।

 

সারা দেশের পাশাপাশি মাত্র চারদিনে দ্বিগুণ হয়েছে পশ্চিমবঙ্গের করোনা আক্রান্তের সংখ্যা। ফলে চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসক থেকে প্রশাসনের কপালে।হু প্রধানের সাফ ইঙ্গিত, অচিরেই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে যাবে ৩০-৩৫ হাজারের দোরগোড়ায়। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই যেভাবে চিকিৎসা নিয়ে হাহাকার শুরু হয়েছিল। প্রায় একইরকমভাবে হাসপাতালে হাসপাতালে উপচে পড়বে রোগী। এখন লক্ষ্য চিকিৎসা পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন এবং সংক্রমণে রাশ টানা।

আরও পড়ুনকরোনায় আক্রান্ত সংগীত শিল্পী জিৎ গাঙ্গুলী

শনিবার নতুন বছরের প্রথম দিনেই রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ । চিঠিতে কেন্দ্র জানিয়েছে, সংক্রমণ যে লাগাম ছাড়া গতিতে বাড়ছে, তাতে আর দেরি করার সময় নেই। অস্থায়ী হাসপাতাল বানানোর প্রস্তুতি শুরু করে দিতে হবে রাজ্যগুলিতে। কন্ট্রোলরুম খুলে রাজ্যের পরিস্থিতির ওপরে কড়া নজর রাখতে হবে। প্রয়োজনের ভিত্তিতে জেলা, মহকুমা স্তরেও কন্ট্রোলরুম খোলা হোক। সেই সমস্ত স্তরেও কিছু চিকিৎসা প্রতিষ্ঠানকে শুধুমাত্র করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার করতে হবে। অক্সিজেন এবং ওষুধের জোগানে যেন ঘাটতি না থাকে।

 

 

 

Topics

Suvendu Adhikary BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment